আপনজন ডেস্ক: করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। গত মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করার জন্য আনলক করতে হয়েছে।অক্টোবর মাসের আনলক ৫ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আনলক সিক্সের গাইডলাইন সামনে এল। সেই নির্দেশিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ।
স্কুল,কলেজ খোলার ভার রাজ্যের ওপর ছাড়লো কেন্দ্র। তাই আবারও অনিশ্চিত হয়ে পড়লো রাজ্যের স্কুল কলেজ খোলার দিনক্ষণ। নতুন নির্দেশিকায় ৩০ নভেম্বরের আগে স্কুল, কলেজ খুলতে হলে রাজ্যের নিজের সেই সিদ্ধান্ত নিতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকার বলা হয়েছে যে ৩০ নভেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে জারি থাকবে কড়া লকডাউন।চলবে না লোকাল ট্রেন। তবে রাজ্য অনুরোধ করলে রেলমন্ত্রক অনুমতি দিতে পারে।আন্তর্জাতিক বিমান চলবে না।রাজ্য চাইলে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে।
আন্তঃরাজ্য সাধারণ মানুষ যাতায়াত ও মালপত্র পরিবহণে কোনও বিশেষ অনুমতির প্রয়োজন নেই।বদ্ধস্থানে সর্বাধিক ২০০ জন কোনও ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।হোটেল-রেস্তরাঁ-বার-পাব-পর্যটনস্থল-জিম-সিনেমা হল খুলে দেওয়া হয়েছে ।তবে মানতে হবে করোনা বিধি চলছে মেট্রোও। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব মানতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct