আপনজন ডেস্ক: প্রিমিয়াম ক্যাটাগরি মোবাইলে সবার ওপরে নাম থাকে অ্যাপেল ও ওয়ান প্লাসের। এবার সব ধরণের গ্রাহক ধরতে বাজারে কম দামি স্মার্টফোন আনতে চলেছে সেই ওয়ান প্লাস। নতুন ফোনটি বাজারে আসলে এর মডেল হবে নর্ড এন ১০০। এটি ওয়ান প্লাস নর্ডের নতুন ভার্সন। ফোনটিতে ফোরজি কানেকটিভিটি থাকছে। এতে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। থাকবে ৪৬০ স্ন্যাপড্রাগন প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনটির প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এছাড়াও বাকি ২টি ক্যামেরার একটি হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও অপরটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনটিতে ব্যাকআপের জন্য শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ৪/৬৪ ছাড়াও বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে মিলবে এই ফোন। এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে এই ফোনটির নাম হবে ১৯৯ ইউরো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct