আপনজন ডেস্ক : ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ একসঙ্গে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্য (১০জন)। এক জরুরী সভার পর এদিন সকালে পদত্যাগের বিষয়টি ট্যুইট করে জানিয়ে দেয় তারা। এক বৈঠকের পর ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস, সদস্য ডেভেন ধারমালিনগাম ও চারজন অ-স্বতন্ত্র সদস্য বোর্ড থেকে পদত্যাগ করেন। অ-স্বতন্ত্র পরিচালক ঝোলা থামায়ি ও তিন স্বতন্ত্র পরিচালক ইউজিন কুলা-আমেয়ি, মারিয়াস স্কোম্যান ও ভুয়োকাজি মেমানি-সেডিলে পদত্যাগপত্র জমা দিলে পরিচালক শূন্য হয়ে পড়েছে সিএসএ। দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এন্ড অলিম্পিক কমিটির নির্দেশ অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে মেম্বার্স কাউন্সিলের পরামর্শ থাকার পরেও তখনকার কমিটি ভাঙতে রাজি হয়নি সিএসএ। পরে এসএএসসিওসি বিষয়টি ক্রীড়ামন্ত্রী নাথি এমথেওয়াতার হাতে ছেড়ে দেয়। নাথি এমথেওয়াতা জানান মঙ্গলবার পর্যন্ত সিএসএ’র কোনো কার্যক্রমে তিনি হস্তক্ষেপ করবেন না। একইসঙ্গে আইসিসিকেও নিশ্চিত করেছেন তিনি যে ক্রিকেট সাউথ আফ্রিকাতে চলতি অস্থির অবস্থাকে দূর করে স্থিতিশীলতা আনবেন। শোনা গিয়েছে, মঙ্গলবারের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে হবে নাথি এমথেওয়াতাকে। সেই কমিটিতে একজন প্রাক্তন ক্রিকেটারের থাকার কথা আছে। অন্তর্বর্তীকালীন কমিটি থাকায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে না সাউথ আফ্রিকাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct