আপনজন ডেস্ক : প্রথম থেকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠছিল, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে কারোর কোনও উচ্চবাচ্য নেই আইপিএলে। অভিযোগ করতে শোনা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের ক্যারিবীয় ক্রিকেটার জেসন হোল্ডারকে। এবার তাঁর আফসোস দূর করে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাঁটু গেড়ে মাঠে সমর্থন জানালেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে।
এর অআগে গত মার্চে আমেরিকান শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড। সেই ঘটনার প্রতিবাদেই জন্ম নেয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ক্রিকেটে এর প্রথম প্রয়োগ ঘটে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজে। হাঁটু গেড়ে তারা এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন। সিপিএলের ক্রিকেটাররাও ছিলেন একই ভূমিকায়। এবার আইপিএলে সেই অন্দোলনকে সমর্থন করলেন হার্দিক পান্ডিয়া। শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৬০ রানের ঝড়ো ইনিংস খেলার পথে প্রতীকী এই প্রতিবাদ জানান হার্দিক। আইপিএলের চতুর্থ দ্রুততম ফিফটির পর পান্ডিয়া হাঁটু গেড়ে হাতমুঠো উপরে তুলে বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান জানান। সেই সময় ডাগ আউটে থাকা মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক কায়রন পোলার্ডও তার এই প্রতীকী প্রতিবাদের সমর্থন করেন মুষ্টিবদ্ধ ডান হাত তুলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct