আপনজন ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের জেরে অবসরের সিদ্ধান্ত নিলেন ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। এই খবরে বিশ্ব যখন তোলপাড় তখন পগবা নিজেই ট্যুইট করে জানালেন তিনি ফুটবল খেলা ছাড়ছেন না। যদিও ততক্ষণে বিশ্বজুড়ে খবর প্রচারিত হয়, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে এবার ফরাসি ফুটবল দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন পল পগবা। এমন খবর অবশ্য বিশ্বফুটবলে ভেসে বেড়াচ্ছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পগবা নিজে কিছু জানাননি। তবে মধ্যপ্রাচ্যের বেশকিছু সংবাদমাধ্যম বলছে, ফ্রান্সের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানইউ-র ২৭ বছর বয়সী মিডফিল্ডার পগবা।
কিছুদিন অআগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেন স্যামুয়েল পাতি নামে এক শিক্ষক। এরই জেরে এক ছাত্রের হাতে খুন হন তিনি। ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলামকে ‘সন্ত্রাসবাদের ধর্ম’ বলে আখ্যায়িত করেন। মত প্রকাশের অংশ হিসেবে তিনি মহানবীর ব্যঙ্গচিত্র ব্যবহারের পক্ষে মত দেন। এমনকি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকা সেই শিক্ষককে ‘লেজিয়ন অব অনারে’ ভূষিত করা হয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে মুসলিম দেশগুলো।
ফরাসি মুসলিমরা কোনোভাবেই প্রেসিডেন্টের এমন মন্তব্য মেনে নিতে পারছেন না। সেখানে খ্রিস্টান ধর্মের পরই ইসলামের অবস্থান। সেখানে দেশটির সরকারের এমন মন্তব্য ও কাজ পগবার কাছে নিজের, মুসলিম জাতি এবং তার ধর্ম ইসলামের জন্য অপমানজনক বলে মনে হয়েছে। এ কারণেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম। এর আগে ২০১৩ সালে ২০ বছর বয়সে ফ্রান্স জাতীয় দলে অভিষেক হয় পল পগবার। ৭২ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পগবা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct