আপনজন ডেস্ক: ফ্রান্সে হযরত মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষ প্রকট হচ্ছে। খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসলামে নিষিদ্ধ হযরত মুহামদ সা.-এর কার্টুন প্রকাশে সম্মতি দেওয়া ক্সোভ ও প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সেই ঢেউ অন্য দেশে গিয়েও পড়ছে। ইসলাম ও মহানবী সা.-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিশ্বজুড়ে প্রতিবাদে নেমেছে মুসিলমরা।
এই ঘটনার প্রতিবাদে এবার ‘আই লাভ মুহাম্মদ’ (আমি মুহাম্মদকে ভালোবাসি) লেখা মাস্ক পরে কসোবোর পার্লামেন্টে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছেন সেদেশরেই এক সাংসদ ইমান রহমানি। রবিবার সংসদের একটি সেশনে এমন মাস্ক পরে হাজির হন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্ট এর সদস্য ইমান রহমানি। খবর আনাদুলু এজেন্সির
এই মাস্ক পরার দুটি কারণ উল্লেখ করেছেন রহমানি। তিনি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মুহাম্মাদ সা.-এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হল, একথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী সা.-এর জন্মের মাস অতিবাহিত করছি।’
এই মাস্ক পরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে রহমানি লিখেছেন, ‘শান্ত ও কোমলতার সঙ্গে প্রতিক্রিয়া দেখান। অবমাননা বা উপহাস করবেন না। মুহাম্মদ (স.) মানবজাতির জন্য রহমতের বার্তাবাহক।’
ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি অবশ্য পরে তার ফেসবুকে লিখেছেন যে, তার এই পদক্ষেপে কিছু লোক হয়তো আহত হয়েছেন বলে তিনি অত্যন্ত দুঃখিত। তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানতেন না। রহমানি বলেছেন, অবমাননাকর কাজের জন্য গাসিকে রাষ্ট্র ও জনগনের কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ তার বেতন দেওয়া জনগন তাদের বিশ্বাসে আঘাত হানে এমন কাজ সমর্থন করে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct