আপনজন ডেস্ক: মাদ্রাসা বন্ধ করা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অসম সরকারের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সে রাজ্যে সরকারি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রদেশে মাদ্রাসা বন্ধ নিয়ে জোর সমালোচনা চলছে। তার মাঝেই মাদ্রাসা ছাত্রদের আমার আলো দেখালে দেশের সেনা কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবহিনীতে সেনাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় সেনা কর্তৃপক্ষ চারজন মাদ্রাসা পড়ুয়াকে নির্বাচিত করেছেন। হরিয়ানার মেওয়াদের এই মাদ্রাসা শিক্ষিতরা নায়েব সুবেদার পদে নিয়োজিত হচ্ছেন। লিখিত পরীক্ষা শেষে তাদের শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে নির্বাচিত করা হয়েছে। যে চারজন মাদ্রাসা থেকে পড়া প্রার্থী সেনাবাহিনী নিয়োজিত হয়েছেন তারা হলেন আবদুল মজিদ, তালহা, আলি হাসান ও মজিদ রাহিমি। এরা সবাই কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এরা আধুনিক বিষয়েও স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ত সেপ্টেম্বর মাসে ৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সেনা কর্তৃপক্ষ্। তার ভিত্তিতে তারা আবেদন করেছিলেন।
২৫ বছর বয়সি আবদুল মজিদ প্রখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে ‘আলিমিয়াত’ পাশ করেছেন।তারপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে উর্দু ভাষায় এমএ করেছেন। বিএড করেছেন হায়দরাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল ইউনিবার্সিটির নুহ কেন্দ্র থেকে।
সেনাবাহিনীতে নিয়োগের ব্যাপারে আবদুল মজিদ বলেন, যখন আমি জানতে পারি সেনাবাহিনীতে শূন্য পদে নিয়োগের জন্য ‘মাদ্রাসা’ শিক্ষিত স্নাতকদের নেওয়া হবে, তখন আবেদন জানা। তারপর দুটি বিষয়ে সেনাবাহিনী পরীক্ষা নেয়। একটি সাধারণ বিষয় ও অন্যটি ‘দ্বীনিয়াত’ বা ধর্মীয় জ্ঞান নিয়ে। দুটো পেপারেই ভাল নম্বরপাই। এরপর ১৬০০ মিটার দৌড়ে ও শারীরিক এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হই।
বিবাহিত আবদুল মজিদের এক সন্তান আছে। হরিয়নারা মেও সম্প্রদায়ের হলেও বর্তমানে দিল্লির মালব্য নগরের কাছে হাউজ রানিতে তার বাবার সঙ্গে থাকেন। তার বাবা মুহাম্মদ কুরাইশ সেখানে কৃষি কাজে যুক্ত।
৩৫ বছর বয়সি তালহার বাড়ি পালওয়াল জেলার ঢোকালপুর গ্রামে। তিনি দিল্লির কাশ্মরি গেটের আমিনিয়া মাদ্রাসায় পড়াশুনা করে। এরপর জামিয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে উর্দুতে এমএ করেন। মনু তেকে বিএড করেন। ঝাড়খণ্ডের এক শিক্ষক মুস্তাক আহমেদের পরামর্শে তিনি সেনাবহিনীর চাকরির জন্য উৎসাহিত হন। তালহা পাঁচ সন্তানের জনক। তার পরিবারও কৃষিকাজে যুক্ত।
আলি হাসান (২৬)ও মাদ্রাসা থেকে পড়ে পরে সাধারণ ডিগ্রি অর্জন করেছেন। আর মজিদ রাহিমি (২৬) জামিয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে এমএ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার বাবাও কৃষক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct