আপনজন ডেস্ক: অবশেষে সউদি আরবে উমরাহ করার জন্য বিশ্বের সব দেশের নাগরিকেদের জন্য উমরাহ করার সুযোগ ফের শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। যদিও সেক্ষেত্রে সৌদি আরবের কঠোর স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট নীতিমালা মেনেই তবে উমরাহ পালন করতে হবে। এ ব্যাপারে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে বরেছে, করোনা বিধি কঠোর বাবে মেনে আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের নাগরিকদের উমরাহ করার সুযোগ দেওয়া হবে।
উমরাহ বিষয়ে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. আমর আল মাদদাহ আল ইখবারিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে তৃতীয় পর্বের উমরাহ চালু হতে যাচ্ছে। এই উমরাহ পালনে অংশগ্রহণের জন্য সৌদি সরকারের নির্দিষ্টি অ্যাপের সাহায্যে ইতিমধ্যে নাম নথিবুক্ত করেছেন প্রায় সাড়ে ছয় লাখের বেশি উমরাহ যাত্রী। এ পর্যন্ত অ্যাপটি ২৫ লাখ ব্যবহারকারী ইনস্টল করে এবং ১২ লাখ রেজিস্ট্রিশন সম্পন্ন করেছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, এ বছর সৌদি আরবে হজ খুব সীমাবদ্ধতার মধ্যে সম্পন্ন হয়। মাত্র হাজার দেড়েক সৌদি আরব বাসী এই হজের সুযোগ পান। করোনার জন্য বিদেশিদের হজ এ বছর বাতিল করা হয়। উমরাহ পালনও বন্ধ ছিল। কিন্তু গত ৪ অক্টোবর থেকে করোনা রোধে সীমিত পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে উমরাহ চালু করা হয়। আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইর থেকেও উমরাহে অংশগ্রহণ করতে পারবে। এতে প্রতিদিন ২০ হাজার মুসল্লি উমরাহ পালন করতে পারবেন এবং ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তিনি আরও জানান, ‘উমরাহে অংশগ্রহণের জন্য নতুন করে আবেদন করা যাবে। এবং তা কাবা শরিফে প্রবেশকারীর সংখ্যার ওপর নির্ভর করবে।’ ‘তবে একবার উমরাহ পালন করে আবার উমরাহ পালনের সুযোগ থাকবে না বলেন জানান ড. আল মাদদাহ।’
ড. আল মাদদাহ বলেন, ‘উমরাহে অংশগ্রহণকারীদের সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করাই পরিকল্পনার প্রধান লক্ষ্য। তাই ব্যাপক চাহিদার কারণে এবার কেউ একবার ওমরাহ পালন করে পুনরায় ওমরাহ পালনের আবেদন করতে পারবে না।’ তবে, কোভিড-১৯ মহামারি চলে গিয়ে পরিবেশ পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হলে চতুর্থ ধাপে পবিত্র দুই মসজিদে আগের মতো সবার প্রবেশের অনুমোদন থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct