আপনজন ডেস্ক: সোমবার কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে এলো পঞ্জাব। কলকাতা নেমে গেল পাঁচে। লোকেশ রাহুলের দলের এই ঘুরে দাঁড়ানোর পিছনে বড় অবদান ক্রিস গেলের। তিনি প্রথম দলে ফিরে আসার পর থেকেই পঞ্জাবকে অন্যরকম দেখাচ্ছে। ওপেন করতে নামছেন না গেল নামছেন তিন নম্বরে। দায়িত্বের সাথে জেতাচ্ছেন দলকে। সব বলে চালাচ্ছেন না। বরং ইনিংস গড়ছেন ধীরে ধীরে। লোকেশ রাহুল (২৮) আউট হওয়ার পরে মনদীপ সিংহকে সঙ্গে নিয়ে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন উনিভার্স বস।মনদীপের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়লেন গেল। ২৯ বলে ৫১ রান করে তিনি যখন আউট হলেন, তত ক্ষণে জয় নিশ্চিত। মনদীপ সিংহও ভালো ইনিংস খেললেন।
৫৬ বলে ৬৬ রানে অপরাজিত থেকে যান তিনি। গত শুক্রবার পিতৃবিয়োগ হয়েছিল মনদীপের। সেই যন্ত্রণা বুকে নিয়েই খেলে চলেছেন তিনি। এ দিন পঞ্চাশ করার পরে আকাশের দিকে তাকিয়ে যেন বাবাকে খুঁজলেন মনদীপ। টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক রাহুল। ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার নীতিশ রানা আউট হন। ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং ওপেন করিয়েছিলেন লোকেশ রাহুল।
ম্যাক্সওয়েল অধিনায়ককে শুরুতেই এনে দেন উইকেট। অনবদ্য ইনিংস খেলেন গিল। মর্গানের ২৫ বলে ৪০ রানের ইনিংস আর শেষে ফারগুসেনের ঝোড়ো ২৪ রানের সুবাদে ১৪৯ রানের ইনিংস গড়ে কলকাতা। ১৫০ রানের টার্গেট খুব একটা বড় না হলেও লড়াই করার মতোই রান ছিল ৷ কিন্তু কেকেআর বোলাররা তা করতে ব্যর্থ ৷ এই ম্যাচ হেরে এখন ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে নেমে এল কলকাতা৷
অন্যদিকে একই পয়েন্ট নিয়ে এখন কেকেআরের উপরে কিংস ইলেভেন পঞ্জাব ৷ প্লে অফে ওঠার রাস্তায় রয়েছে এই দু’দলই ৷ পরের রাউন্ডে যেতে হলে পরের দুটি ম্যাচই জেতার পাশাপাশি নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে কলকাতা নাইট রাইডার্সকে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct