আপনজন ডেস্ক: রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন তার পাম এভিনিউয়ের বাড়িতে। সেখানে গিয়ে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক খোঁজখবর নেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যাওয়া রাজ্যপাল ধনকরের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়ায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম।
সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়ায় রাজ্যপাল ধনকরে দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এ নিয়ে নেটিজেনরা চরম হইচই শুরু করে দিয়েছেন্। তাদের প্রশ্ন কীভাবে অসুস্থ বুদ্ধদেব বাবুর বিছানায় শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মূলত শনিবার অষ্টমীর দিন এই ছবিকে কেন্দ্র তোলপাড় রাজ্য সিপিএম মহলেও।
কোনও রাখঢাক না রেখেই রাজ্যপাল জগদীশ ধনকর তার ট্যুইটার অ্যাকাউন্টে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যাওয়া কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে বিছানায় কাতর হয়ে শুয়ে রয়েছেন অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর রাজ্যপাল মুখোমুখি বসে বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন। এছাড়া আরও একটি ছবি পোস্ট করেছেন রাজ্যপাল। তাতে দেখা, বিছানায় শুয়ে থাকা অসুস্থ বুদ্ধবাবুর সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বুদ্দদেব ভট্টাচার্যের ছবি সাধারণ প্রকাশ পায়নি। সূত্রে জানা গেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থ অবস্থার ছবি প্রকাশ পেলে দলের কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এই আশংকায় সিপিএমের তরফ থেকে আপত্তি ছিল। কিন্তু রাজ্যপাল অসুস্থ বুদ্ধবাবুর ছবি প্রকাশে আনায় আর্তনাদ করে উঠছেন সিপিএমের কর্মী সমর্থকরা, এমনটাই বলছেন সিপিএমের শীর্ষ নেতারা। তাই প্রশ্ন উঠছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়ে তাঁর অসু্স্থ শরীরের ছবি কেন প্রকাশ করলেন রাজ্যপাল? যে বুদ্ধদেব ভট্টাচার্য নিজেকে নিয়ে কোনও প্রচার না করার ইচ্ছা প্রকাশ করেছেন তার মতকে উপেক্ষা করে তাঁর এই ছবি প্রকাশ্যে আনায় রাজ্যপালে রুচিবোধ নিয়ে সমালোচনা করছেন।
বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি প্রকাশ করা নিয়ে রাজ্যপালের সমালোচনায় মুখর হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম। এক সংবাদমাধ্যমকে তিনি তার ক্ষোভের জানিয়ে বলেছেন, ‘রাজ্যপাল সৌজন্যের খাতিরে বুদ্ধদাকে দেখতে যেতেই পারেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের দেখতে যাওয়ার মধ্যে অন্যায়ের কিছু নেই। কিন্তু যেভাবে তিনি অসুস্থ বুদ্ধদার ছবি প্রচার করেছেন, তা অন্যায় এবং অনৈতিক। তিনি ঠিক কাজ করেননি। কোনও অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তা প্রচার করা ঠিক নয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct