আপনজন ডেস্ক: আফগান নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হল আল কায়দা জঙ্গি গোষ্ঠীর এক বড় নেতা। তার নাম আবু মুহসিন আল-মাসরি। মার্কিন যুক্তরাস্ট্রে চোখে মারাত্মক এই জঙ্গিকে দীর্ঘদিন খুঁজছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেই নেতাকে আফগান নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। শনিবার আফগান নিরাপত্তা বাহিনী সোশ্যাল মিডিয়া ট্যুইটারে ট্যুইট করে এই হত্যার কথা জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই খবরে।
তবে, সংবাদ সংস্থার বলছে মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, আল-মাসরি আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড ছিল। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় তার নাম শীর্ষে ছিল। তার এই মৃত্যু যে নিশ্চিত ঘটনা তা আমেরিকার ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান ক্রিস মিলার এক বিবৃতিতে জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে তার অপসারণ সন্ত্রাসী সংগঠনটির জন্য বড় ধরনের বিপর্যয়। মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনকে বিভিন্ন উপাদান জুগিয়ে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে আল-মাসরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। মাসরির মৃত্যুর বিষয়ে অবশ্য কেনাও মন্তব্য করতে চায়নি এফবিআই।
উল্লেখ্য, এফবিআইয়ের তথ্যানুযায়ী, আল কায়দার এ গুরুত্বপূর্ণ নেতা মিশরীয় নাগরিক এবং সে হুসাম আব্দ আল রউফ নামও ব্যবহার করে থাকত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct