আপনজন ডেস্ক: বেন স্টোকস ঝরে উড়ে গেল শীর্ষস্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স। এদিন রাজস্থান জয়ের জন্য়ে ১৯৬ রান তাড়া করতে নেমে বেন স্টোকস ও সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। বেন স্টোকস অপরাজিত থাকেন ১০৭ রানে। তাঁকে যোগ্য সংগত দিয়ে ম্যাচ জয়ের দ্বিতীয় কারিগর সঞ্জু স্যামসন ৫৪ রান করে অপরাজিত থাকেন।
Ben Stokes is awarded Man of the Match for his scintillating knock of 107* against #MI.#Dream11IPL pic.twitter.com/LoL6FKcJMO — IndianPremierLeague (@IPL) October 25, 2020
এদিন মুম্বই ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রানে ইনিংস শেষ করে। নবমীর রাতে ক্রিকেট ফ্যানের ঝোড়ো ইনিংস উপহার হার্দিক পান্ডিয়ার। ২০ বলে ঝোড়ো অর্ধশতরান হার্দিকের। শেষ ওভারে রাজস্থানের কার্তিক ত্যাগীর বিরুদ্ধে হার্দিক একাই ২৬ রান হাঁকান। বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ তম ওভারে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকান হার্দিক।
হার্দিকের ঝোড়ো ইনিংস ছাড়া ম্যাচে এদিন ঈশান কিশান ৩৬ বলে ৩৭ হাঁকান। ডি'কক ৬ রানে আউট হলেও কেদার যাদব ২৬ বলে ৪০ রান হাঁকিয়ে পরিস্থিতি সামলে দেন। সৌরভ তিওয়ারি ২৫ বলে ৩৪ রানের দামি ইনিংস খেলেন।
.@IamSanjuSamson joins the party with a well made FIFTY. His 13th in IPL.#Dream11IPL pic.twitter.com/STN4Qq1AdY — IndianPremierLeague (@IPL) October 25, 2020
তবে রান তাড়া করতে নেমে হার্দিকের পাল্টা দিলেন স্টোকস। ওপেন করতে নেমে এদিন ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্টোকস। ১৪টি চারও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর আজকের ঝড়ো ইনিংস। আইপিএলের ইতিহাসে এটি স্টোকসের দ্বিতীয় শতরান। ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংসের সুবাদে সেরা হয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার। অন্যদিকে সঞ্জু স্যামসনের ব্যাট জ্বলে উঠে আজ। সঞ্জু ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৫৪ রান করে।
ICYMI - Hardik Pandya's explosive 60*(21)
Seven sixes, two boundaries, strike-rate of 285.71 - Take a bow @hardikpandya7. Smashed them at will and got to the 4th fastest IPL fifty this season.https://t.co/cnYOQA5GOg #Dream11IPL— IndianPremierLeague (@IPL) October 25, 2020
টেবিল টপার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে ১২ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এল রাজস্থান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct