আপনজন ডেস্ক: এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল - ২০২০এর ৪৪তম ম্যাচে মুখোমুখি হয় বিরাট কোহলির আরসিবি আর ধোনির চেন্নাই সুপার কিংস। বিরাটদের দেওয়া ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে হাসতে হাসতে ম্যাচ জিতে নিল ধোনির টিম।
আরসিবি টসে জিতে এদিন ব্যাটিংয় করার সিদ্ধান্ত নেয়। তবে কৃপণ বোলিং ও নিয়মিত উইকেট তুলে নিয়ে চেন্নাই এদিন আরসিবিকে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানে বেঁধে ফেলে। আর ব্যাট করতে নেমে ঋতুরাজ গাইকোয়াড়ের হাফ সেঞ্চুরিতে ভর করে ৮ বল বাকি থাকতে ম্যাচে জিতে বিরাটদের কাছ থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নেয় সিএসকে। এই জয়ের ফলে অঙ্কের বিচারে আইপিএল ২০২০-র প্লে অফের আশা বাঁচিয়ে রাখল চেন্নাই।
বিরাট এদিন আইপিএল ২০২০তে তাঁর তৃতীয় হাফ সেঞ্চুরি করেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্য ৪৩ বল খেলে ৫০ রান করে আউট হন বিরাট। তার যোগ্য সঙ্গে দেন এবি ডিভিলিয়ার্স। তিনি ৩৬ বলে ৪টি চারের সাহায্যে ৩৯ রান করে আউট হন। ওপেন করতে নেমে দেবদূত পাদিক্কাল ২১ বলে ২২ রান করেন। অপর ওপেনার অ্যারন ফিঞ্চ ১১ বলে ১৫ করে আউট হন। বাকিদের মধ্য়ে কেউই এদিন বড় রান করতে পারেননি।
এই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়াড় নজর কাড়লেন। ডুপ্লেসিস ২৫ ও আম্বাতি রায়ডু ৩৯ রানে আউট হলে ইনিংস ধরে রাখার কাজ করেন ঋতুরাজ। গাইকোয়াড় ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৬৫ রান হাঁকিয়ে ৮ বল বাকি থাকতে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মরিসের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচি ফিনিশ করেন গাইকোয়াড়। ধোনি ৩টি চারের সাহায্যে ২১ বল খেলে ১৯ রানে অপরাজিত থাকেন।
That's that from Match 44.#CSK WIN by 8 wickets with 8 deliveries to spare.#Dream11IPL pic.twitter.com/pwaVHhARS8
— IndianPremierLeague (@IPL) October 25, 2020
বিরাটদের বিরুদ্ধে ৮ উইকেটে এই জয়ের ফলে ৩ ম্যাচ পর জয়ের ছন্দে ফিরল ধোনির চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এল ধোনি অ্যান্ড কোম্পানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct