আপনজন ডেস্ক: দেশজুড়ে ফের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চরমে উঠতে পারে। দশোর উপলক্ষে রাশ্ট্রীয় স্বয়ং সেবক সংধের সদর দফতর নাগপুরে দশেরা উপলক্ষে এক সভায় এই সতর্কবাণী দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। যদিও রাজনীতি, জাতীয় সুরক্ষা ও মূল্যবোধ সম্পর্কে বলতে গিয়ে তিনি দশেরা বা বিজয় দশমীকে অন্যতম বৃহত্তম ঘটনা হিসাবে মন্তব্য করেন আরএসএস প্রধান।
আরএসএস প্রধান মোহন ভাগবত রোববার তার ভাষণে গত এক বছরে যে সব উল্লেখযোগ্য ঘটনাবলির কথা উল্লেখ করেন তার মধ্যে রয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। এ নিয়ে তিনি বলেন, ২০১৯ সালে ৩৭০ ধারার বিলোপ ঘটে। তারপর সুপ্রিম কোর্ট ৯ নভেম্বর অযোধ্যা রায় দেয়। আর গত ৫ আগস্ট রাম মন্দিরের ভিত্তি অনুষ্ঠান হয়।
তবে দেশজুড়ে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোহন ভাগবত বলেন, এ বছর দেশ উন্নতির মুখ দেখেছিল। কিন্তু কোভিড -১৯ সবকিছু পালটে গিয়েছে। এ সবের মাঝে তিনি সিএএ বিরোধী আন্দোলন প্রসঙ্গ টেনে আনেন। সিএএ নিয়ে বলেন, সিএএ বিরোধী বিক্ষোভ দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছিল। যদি দৃষ্টি ঘুরে গেছে করোনার দিকে।
তবে, সিএএ আন্দোলনকারীরা বিক্ষোভের নামে সংগঠিত সহিংসতা প্রকাশ করেছিল বলে তিনি অভিযোগ করেন। যদিও তিনি বলেন, সিএএ কোনও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরোধিতা করে না। কিন্তু যারা এই নতুন আইনের বিরোধিতা করতে চেয়েছিলেন তারা আমাদের মুসলিম ভাইদেরকে একটি ভ্রান্ত ধারণা প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করেছিল। আসলে সিএএ-র উদ্দেশ্য ছিল মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct