আপনজন ডেস্ক: দিন কয়েক আগে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এক মুসলিম পুলিশ কনস্টেবল দাড়ি রাখায় চাকরি থেকে সাসপেন্ড হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের বাগপত জেলায়। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দের কাছে একটি গ্রামের বাসিন্দা ইন্তেজার আলি নামে এক মুসলিম বাগপত জেলার রামালা থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। গত ২৫ বছর ধরে দাড়ি রেখে পুলিশের দায়িত্ব পালন করে এলেও কোনও আপত্তি ওঠেনি। কিন্তু এখন তিনি সাসপেন্ড হন দাড়ি রাখার দায়ে। অবেশেষে তিনি চাকরি বাঁচাতে দাড়ি কেটেই ফের পুলিশের কাজে যোগ দিলেন ইন্তেজার আলি।
৪৬ বছর বয়সি ইন্তেজার আলি শনিবার তার মুখ ভর্তি দাড়ি পুরো সেভ করে দাড়িহীন মুখ নিয়ে বাগপতের পুলিশ সুপারের অফিসে কাজে যোগ দেন। এ প্রসঙ্গে বাগপতের পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ইন্তেজার আলি আবেদনপত্র নিয়ে তার কাছে এসে জমা দেন। তাতে তিনি বলেন, একটা ভুল হয়ে গেছে। এখন থকে পুলিশের নির্দেশ তিনি পালন করবেন। ইন্তেজার দাড়িমুক্ত হয়ে আসায় তাকে পুনরায় পুলিশের সাব-ইন্সপেক্টরের কাজে নিয়োজিত করা হবে।
তবে, শনিবার সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইন্তেজার আলি বাগপতের পুলিশ সুপারের অফিসে গিয়ে এসপি অভিষেক সিংকে স্যালুট জানাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct