আপনজন ডেস্ক: স্কুলের মধ্যে ঢুকে প্রায় আটজন ছাত্রকে গুলি করে মারল বন্দুকবাজরা। ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক স্কুলে ঘটনা এই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। শনিবার দুপুরে ক্যামেরুনের কুম্বা শহরে এ হামলার ঘটনাটি ঘটে। যদিও এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আর এর সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা এখনও স্পষ্ট নয়।
এ ব্যাপারে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুরের দিকে বেসামরিক পোশাক পরা হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে ফ্রান্সিসকা ইন্টারন্যাশনাল বাইলিঙ্গুয়াল একাডেমি স্কুলে হামলা চালায়। হামলাকারীদের হাতে বন্দুকের পাশাপাশি চাপাতিও ছিল।
এ বিষয়ে রাষ্ট্রসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কের কার্যালয়ের (ওসিএইচএ)-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলাকারীরা গুলি চালিয়ে ও চাপাতি দিয়ে আঘাত করে অন্তত আটজনকে হত্যা করেছে। আহত হওয়া ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই হামলার সঙ্গে পশ্চিমাঞ্চলীয় ইংরেজিভাষী অঞ্চলে অ্যামবোজানিয়া নামের একটি রাষ্ট্র গঠনের চেষ্টায় থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংযোগ রয়েছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি। এই গোষ্ঠীগুলো ক্যামেরুন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct