আপনজন ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাবার পরিবেশন করে রাজধানী দিল্লিতে রোষের মুখে পড়ল দুটি রেস্টিুরেন্ট। দিল্লিতে যেসব রোহিঙ্গা মুসলিম শরণার্থী আম্রয় নিয়েছে তাদের জন্য খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছিল দিল্লির দুটি রেস্টুরেন্ট। বেআইনি শরণার্থীদের কেন খাবার দেওয়া হবে সেই প্রশ্ন তুলে তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য সরব হয় এক শ্রেনির নেটিজেনরা!
এই দুটি রেস্টুরেন্টের বিরেুদ্ধে মতপ্রকাশের জন্য বেছে নেওয়া হয় বিভিন্ন খাবার পরিবেশন করা অ্যাপ। সেকানে তাদের বিরুদ্ধে রেটিং দেওয়া হয়।
নবরাত্রি উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এই বিপদে পড়তে হবে, তা বুঝে উঠতে পারেনি কাবারে রেস্টুরেন্টের মালিকরা। এদের মধ্যে ‘জোশ দ্য হাই এনার্জি বার’ ও ‘দ্য মার্কেটপ্লেস’–এর মালিক শিবম সেহগল এক সংবাদ মাধ্যমকে বলেছেন, করোনা পরিস্থিতির এই কঠিন সময়ে সাধারণত মানু্ষের পাশে দাঁড়ানোটা মানবিক দিক দিয়ে ভাবা উচিত। অথচ এই মানবিক কাজ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হচ্ছে। যদিও তাদের দাবি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্তার সঙ্গে যোগাযোগ করে তারা রোহিঙ্গাদের খাবারে ব্যবস্থা করেছেন। তবু মানু্ষের রোষানলে পড়তে হচ্ছে। এমনকী তাদের রেস্টুরেন্টগুলোতে ফোন করে গালিগালাজও করা হচ্ছে।
যদিও এক রেস্টুরেন্টের মালিক শিবম সেহগল জোমোটোর মতো ট্যুইটারে এ সম্পর্কে লিখেছেন, ‘খাবারের কোনও ধর্ম হয় না। খাবার সকলের জন্য। তাই যাদের এর প্রয়োজন রয়েছে, তাদের মুখে খাবার তুলে দিয়েছি আমরা। তাঁরা আমাদের আশীর্বাদ করেছেন।’ এছাড়াও ‘স্বাগত’ বলে একটি রেস্টুরেন্টও এমন ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct