আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার এবার ভারতীয় সেনাদের বিকিকিনির জন্য থাকা প্রায় চার হাজার সেনা ক্যান্টিনে বিদেশ থেকে আমদানি করা পণ্য কেনা নিষিদ্ধ করে দিল। সাধারণ, দেশের বিণ্নি প্রান্তে থাকা সেনাবাহিনীরএই সব ক্যান্টিনগুলোতে মদ, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য পণ্য ছাড়কৃত মূল্যে সেনা, সাবেক সেনাসদস্য ও তাঁদের পরিবারের কাছে বিক্রি করা হয়। খুবই অল্প দামে সেনারা সেগুলি কেনার সুযোগ পেয়ে থাকেন।
এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ সংস্থা রয়টার্সের সূত্র উল্লেখ করে লিখেছে, এসব ক্যান্টিনে বছরে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিক্রি হয়। যা ভারতীয় মুদ্রায় ১৪, ৭৬৬ কোটি টাকার কিছু বেশি।
সংবাদমাধ্যমটিকে আরও বলা হয়, ১৯ অক্টোবর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণকের অভ্যন্তরীণ একটি নির্দেশিকায় বলা হয়, সেনা ক্যান্টিনগুলো বিদেশ থেকে আমদানি করা জিনিস আর কিনবে না। বিষয়টি নিয়ে মে ও জুলাই মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বদেশি পণ্য প্রচার কর্মসূচির সমর্থনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও কোন কোন বিদেশি পণ্য ক্যান্টিনে বিক্রি করা হবে না, তা নির্দিষ্ট করা হয়নি। তবে এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে কোনও মন্তব্য করতে চাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct