আপনজন ডেস্ক: পুলিশ আর স্বরাষ্ট্র দফতর প্রায়। দেশ বা রাজ্য চালাতে গেলে স্বরাষ্ট্র দফতরের আওতায় তাকা পুলিশের ভূমিকা সর্বাধিক। কিন্তু অনেক সময় দেখা যায় জনবিরোধ িকাজেও যুক্ত হয়ে থাকে কিছু কিছু পুলিশ। এমনকী অনৈতিক কাজও করে থাকে। সে সবের বিরুদ্ধে এবার কড়া পদক্ষে নিতে চান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল্।
শনিবার টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলেটের রায়হান হত্যা মামলার প্রধান আসামিকে শনাক্ত করা হয়েছে।তাকে ধরতে প্রচেষ্টা অব্যাহত আছে।খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলব।অপরাধ করে কেউ পার পাচ্ছে না।পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দু-একটি বিছিন্ন ঘটনার কথা বলেছেন।সেখানে পুলিশকে ছাড় দেয়া হয়নি। পুলিশ যেখানেই অন্যায় করেছে, যারাই আইন-শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমরা কাউকে ছাড় দেব না। সিলেটের আলোচিত ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা’।এছাড়াও যে কোনো জাতীয় দুর্যোগে পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনায় পুলিশের কার্যক্রম প্রশসংনীয়। করোনা আক্রান্তদের লাশ ও করোনায় আক্রান্তদের লাশ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ সেই লাশ উদ্ধার করে দাফন করেছে। এদেশের দৃশ্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জনতা দেখেছে। অন্যদিকে পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct