আপনজন ডেস্ক: সম্প্রতি ফ্রান্সের প্যারিসের একটি স্কুলে মুসলিমদের মহানবীকে হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হন ফ্রান্সের এক শিক্ষক স্যামুয়েল প্যাটি। ওই শিক্ষকের প্রতি সম্মান দেখাতে এবার ফ্রান্সের সরকারি ভবনে দেখোনো হয়েছে শার্লি এবদোর সেই বিতর্কিত কার্টুন।
ওই শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন যে ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। তার সেই বক্তব্যের পর ফ্রান্সের সরকারি বহুতল ভবনেও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে সেই কার্টুন। এটিকে মুসলিমদের একাংশ ইসলামের প্রতি অবমাননাকর বলে প্রতিবাদ জানিয়ে আসছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct