আপনজন ডেস্ক: করোনা বিশেষজ্ঞরা বলেছিলেন, করোনা মুক্ত রোগীদের প্লাজমা করোনা আক্রান্তদের করোনা দূরীকরণে সহায়ক। তার সঙ্গে একমত হচ্ছে না আইসিএমআর। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কোনও উপযোগিতা খুঁজে পায়নি বলে আইসিএমআইআরের এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে।
সেখানে বলা হচ্ছে যে এই থেরাপির ফলে অসুস্থ রোগীদের নিরময় করা সম্ভব হয়নি। দুটি গ্রুপকে বিভক্ত করে এই পরীক্ষা করা হয়। ২৩৫জনকে দেওয়া হয় প্লাজমা থেরাপি ও ২২৯ জন পান এমনি চিকিৎসা।
যারা করোনা মুক্ত হয়েছেন তাদের প্লাজমাই দেওয়া হয়েছিল প্রথম গোষ্ঠীকে। এই মুহূর্তে কোভিড সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স ভাবনা চিন্তা করছে প্লাজমা থেরাপিকে ট্রিটমেন্ট প্রোটোকল থেকে বাদ দেওয়ার বিষয়। তার অন্যতম কারণ হল এই গবেষণার উপসংহার।
তবে অনেকে আবার বলছেন যে প্লাজমা থেরাপি কাজ দেয়।রাজা অভিযোগ করেন, কান্নান মুসলিমদের কাছে আর্জি জানিয়েছেন মোদি ও অমিত শাহকে শেষ করে দেওয়ার জন্য। কান্নান চাইছেন রাজীব গান্ধীর যে অবস্থা হয়েছিল তা যেন হয় মোদি অমিত শাহের ক্ষেত্রে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct