আপনজন ডেস্ক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং বা ‘র’-এর প্রধান সামন্ত কুমার গোয়েল বিশেস বৈঠক করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে। এর ফলে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নিজ দলের নেতারা ছাড়াও তার বিরুদ্ধে সরব হয়েছেন নেপালের তিন প্রাক্তন প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্দের দাবি, দলীয় নেতাদের না জানিয়ে ওলি’র এ ধরনের বৈঠক আপত্তিজনক।
বৃহস্পতিবার নেপালের সংবাদমাধ্যম সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, গত বুধবার বিশেষ বিমানে দিল্লি থেকে কাঠমান্ডু পৌঁছান ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েলসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সফরে তারা প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেতা শের বাহাদুর দেউবা, সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভাত্তারিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করেন।
বুধবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন র’ প্রধান। ওই বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ওলি বিরোধীরা। র’ প্রধানের পর আগামী মাসে নেপাল সফরের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্ত নিয়ে উত্তেজনার পর সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে এসব সফর অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পুষ্পকমল দাহাল প্রচন্দ তার অনুসারীদের বলেছেন, দলীয় ঐক্য বজায় রাখা তার দায়িত্ব হলেও ওলির অন্যায় আচরণের কারণে তাকে সরকারি কাজের দায়িত্বও নিজ হাতে তুলে নিতে হতে পারে। দুই মন্ত্রীসহ সমবেত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘দল এবং মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে এ ধরনের বৈঠক উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করছি।‘ মাধব নেপাল এবং আরেক সাবেক প্রধানমন্ত্রীও বলেছেন, প্রধানমন্ত্রী ও র’ প্রধানের এই ধরনের বৈঠক জাতীয় স্বার্থের পরিপন্থী।
তবে প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা সূর্য থাপা বলেছেন, র’ প্রধান সৌজন্য সাক্ষাতের জন্য ওলির কাছে আসেন। তিনি বলেন, র’ প্রধান সামন্ত কুমার গোয়েল দুই দেশের বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে নিরসন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct