আপনজন ডেস্ক: দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ইউএপিএ আইনে ধৃত এক মোবাইল সিম কার্ড বিক্রেতাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। জানা গেছে, দিল্লি হাইকোর্টর বিচারপতি সুরেশ কুমার কাইত দিল্লি দাঙ্গায় জড়িত সন্দেহে দৃত ফাইজান খানকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ঘটা ভয়াবহ দাঙ্গায় জঙ্গি ও হত্যার অভিযোগে ফাইজান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ইউএপিএ আইনে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, দাঙ্গায় জড়িত নাগরিকত্ব সংশোধনী আন্দোলনে শামিল জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ডিসেম্বর মাসে ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে সিম কার্ড বিক্রি করেছিলেন।
ফাইজান খান আদালতকে বলেন, তিনি সিএ্এ সম্বন্ধে তার কোনও ধারণা ছিল না। এমনকী কোনও প্রতিবাদ স্থলে তিনি হাজির হনি। তবুও তাকে সিম কার্ড বিক্রির জন্য গ্রেফতার করে। তাই মুক্তির আর্জি জানান বিচারপতির কাছে।
এ সম্পর্কে বিচারপতি কাইত বলেন, ফাইজান খান কোনও সিএএ বিরোধী আন্দোলনে শামিল ছিলেন না, কিংবা জঙ্গি আন্দোলনের জন্য অর্থ লেনদেনে জড়িত ছিলেন না। সিম কার্ড বিক্রি করার পর তার ব্যবহার সম্বন্ধে কিছু আপত্তি থাকলে তা তদন্তকারী সংস্থাই শনাক্ত করতে পারে। এক্ষেত্রে আবেদনকারীর চক্রান্তের অভিযোগ ঠিক নয়। বিচারপতি কাকে মুক্তি দিয়ে পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct