আপনজন ডেস্ক: একদিকে আইপিএল ২০২০-এর প্লে-অফের আসা জিইয়ে রাখার জন্য এই ম্যাচ থেকে দুই পয়েন্ট নেওয়া লক্ষ্য নিয়ে মাঠে নামেন চেন্নাই সুপার কিংস। অন্যদিকে চেন্নাইকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন মুম্বই ইন্ডিয়ান্স। টসে চমক দেখা যায়, রোহিত শর্মার পরিবর্তে টস করতে মাঠে নামেন কাইরন পোলার্ড। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে এম্যাচে বিশ্রাম দেওয়া হয়ে ছিল রোহিত শর্মাকে। ফলে সিপিএল-২০২০ জয়ী অধিনায়ক কাইরন পোলার্ডকে অধিনায়কত্বের ভার তুলে দেয় মুম্বই ইন্ডিয়ান্সে টিম ম্যানেজমেন্টে। এর আগেও অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করেছেন কাইরন পোলার্ড।
টসে জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার মুখে পতিত হয় চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। দলীয় ৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলে সিএসকে। স্কোর বোর্ডে তখন এক রানও হয়নি ইনিংসের পঞ্চম বলেই প্রথম উইকেট হারায় সিএসকে, ট্রেন্ট বোল্টের বলে ঋতুরাজ গায়েকোয়াড় (০) এলবিডব্লিউ হন। পরের ওভারে বুমরাহ বল করতে এলে পর পর দুটি উইকেট হারায় সিএসকে। আম্বাতি রায়ডু (২) এবং এন জগদীশনকে (০) প্যাভিলিয়নে ফেরান বুমরাহ।
এর পরের ওভারে বোল্টের বলে ডি ক'কের হাতে ক্যাচ দিয়ে বসেন ফ্যাফ ডু প্লেসিস (১)। পাওয়ার প্লে-এর শেষ ওভারে সাত রান করে বোল্টের বলে আউট হন অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাওয়ার প্লে-তে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায় সিএসকে। দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ১৬ বলে ১৬ রান করে ধোনি আউট হওয়ার পর আরো চাপের মুখে পড়ে যায়। সিএসকের হয়ে একমাত্র লড়াই করেন ব্রিটিশ অল-রাউন্ডার স্যাম কারান। চাপের মুখে ৪৭ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্যাম কারান। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান স্যাম কারান। নবম ওভারে ৪৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল সিএসকে। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান কারান।
শেষ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে চেন্নাই সুপার কিংস। মুম্বই বোলারদের মধ্যে এম্যাচে সব চেয়ে সফল ট্রেন্ট বোল্টে। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন বোল্টে। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। একটি উইকেট নেন নাথান কুল্টার-নাইল।
১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ যেতে মুম্বই। এদিন কুইন্টন ডি কক ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৩৭ বলে ৪৬ রান করে নট আউট থাকেন। অন্যদিকে ঈশান কিষান ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্য সময় সংখ্যাক বলে ৬৮ রান করে নট আউট থাকেন।
এই জয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্স ফের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান অধিকার করেছে। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেওয়ায় ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ট্রেন্ট বোল্টে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct