আপনজন ডেস্ক: নিজের মাকে হত্যা করে পাঁচ টুকরা করলো ছেলে। ৭ অক্টোবর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে। পুলিশ ওই গ্রামের একটি ধানখেত থেকে গৃহবধূ নুর জাহানের (৫৮) মাথাসহ দুই টুকরা উদ্ধার করে। পরেরদিন একই খেত থেকে মৃতদেহের আরও তিন টুকরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রথমে নিহত গৃহবধূর ছেলে হুমায়ুন কবির অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে মো. নীরব ও কসাই নুর ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় ওই ঘটনায় হুমায়ুন কবিরও জড়িত আছে। এরপর পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে।
এদিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিজের মাকে পাঁচ টুকরা করে হত্যার করার কথা স্বীকার করেছে ছেলে হুমায়ুন কবির ওরফে হুমু (২৯)। অন্য আসামি মিলাদ হোসেন ওরফে সুমন (২৫) সেও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে। শুক্রবার আদালত ও পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই আসামির কথা রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোছলেহ উদ্দিন। এদিকে ওই হত্যা মামলার অন্য দুই আসামি মো. ইসমাইল (৩৫) ও মো. হামিদকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত থাকা পুলিশ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে চরজব্বর ইউনিয়নের আলাদা আলাদা জায়গা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ডের নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা পাঠিয়েছেন। এ নিয়ে ওই হত্যা মামলার সাতজন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct