আপনজন ডেস্ক: এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে করোনার মধ্যেও আইপিএল এগিয়ে চলছে। একই সঙ্গে এগিয়ে আসছে ভারতের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ভারত সিরিজের জন্য ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছে অজি ক্রিকেট বোর্ড। আইপিএলের পরেই বিরাট কোহলিরা অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। তিন ফর্ম্যাটের জন্য দ্রুতই দল বেছে নেবে সুনীল জোশির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমন্ডলী। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের জন্য শীঘ্রই ৩২ জনের দল নির্বাচন করা হচ্ছে। আর সেই দল থেকে বাদ পড়ছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনের সময় একজনকে নিয়ে আলোচনা হতে পারে। তিনি হলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়া সফরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে দ্বিধায় ভুগছেন নির্বাচকরা। কিছুদিন আগেই পিঠের চোট থেকে এই তারকা অলরাউন্ডার সেরে উঠেছেন। চলতি আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে চুটিয়ে খেলছেন। তবে মুম্বাইয়ের জার্সিতে ৯টা ম্যাচে খেললেও হার্দিককে এক ওভারও বোলিং করতে দেখা যায়নি।
লন্ডনে গত বছর পিঠে অস্ত্রোপচার হওয়ার পর হার্দিক পান্ডিয়া কোনো ধরনের প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট ম্যাচে বোলিং করেননি। তিনি নাকি এখন ভারতের প্রাক্তন পেসার জাহির খানের তত্ত্বাবধানে নতুন বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন। হার্দিক ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, ‘হার্দিক যদি টেস্ট খেলতে অপছন্দও করে, এই মুহূর্তে সে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে রাজি। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে জাহির খানের অধীনে সে নতুন বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে।' বোলিং না করলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে হার্দিককে দলে রাখতে রাজি নন ভারতের নির্বাচকরা। আইপিএলের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছেন গিয়েছেন ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মার মত দুই তারকা। অস্ট্রেলিয়া সফরেও এই দুজনকে পাওয়ার সম্ভাবনা কম। তাদের অনুপস্থিতিতে মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন। রিজার্ভ বোলার হিসেবে থাকতে পারেন শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং মোহাম্মদ সিরাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct