আপনজন ডেস্ক: শারীরিক অসুস্থতার কথা তিনি পরিবারকে আগেই জানিয়েছিলেন। আর এদিন পুরো দেশকে চিন্তার সাগরে ডুবিয়ে হৃদরোগে অআক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব। তাঁর অসুস্থতার খবর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। উদ্বিগ্নও হয়ে পড়েন ক্রীড়াঙ্গনের তারকারা। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। এক প্রতিক্রিয়ায় কপিল দেবের স্ত্রী রোমি বলেন, ‘বৃহস্পতিবার বিকালে শারীরিক অসুস্থতার কথা বলেন কপিল। এর পর পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর কপিলের হার্টে ব্লক ধরা পড়ে। এর পরই অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর ফোর্টিস এসকোর্টস হার্ট ইন্সটিটিউট জানায়, কপিল দেব আইসিইউতে থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টায় হাসপাতালে এসে বুকের ব্যথার কথা জানান কপিল। স্বস্তির খবর, অআগামী কয়েকদিনের মধ্যে কপিলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ানডে খেলা কপিলের নেতৃত্বেই ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিল ভারত। টেস্টে তিনিই একমাত্র ক্রিকেটার যার ৫ হাজার রানের সঙ্গে রয়েছে ৪০০টি উইকেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct