আপনজন ডেস্ক: কদিন আগে মারণব্যাধী করোনায় অআক্রান্ত হয়েছেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় কোভিড টেস্টেও তাঁর ফলাফল পজিটিভ অআসে। এর ফলে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন না। লা লিগায় এখন মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যায় না। স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা প্রহর গুনছিলেন। যদিও এবারের মতো সে অআশা সম্ভব পূরণ হবে না সমর্থকদের। যদিও বার্সা অধিনায়ক লিওনেল মেসি অবশ্য খুশি হননি। তিনি মনে করেন, দ্রুত করোনা মুক্ত হবেন রোনাল্ডো। বার্সার বিরুদ্ধে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার খেলবেন।
রোনাল্ডোর দ্রুত সুস্থ কামনা করে মেসি বলেছেন, ‘এল ক্ল্যাসিকোর লড়াই এখন অতীত। আমরা সবাই এখন সামনের দিকের কথা ভাবছি। নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বুধবার তেমনই একটা চ্যালেঞ্জের দিন। আমরা আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন রোনাল্ডো এবং এই ম্যাচে খেলবে।’উয়েফার বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচের সাত দিন আগে রিপোর্ট নেগেটিভ আসতে হবে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি জুভেন্টাস এবং বার্সেলোনা। মঙ্গলবার রোনাল্ডোর দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে কোনও অসুবিধা ছিল না। তবুও জুভেন্টাস রোনাল্ডোর যাবতীয় মেডিকেল রিপোর্ট উয়েফার কাছে পাঠিয়েছে। কারণ তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। ইউরোপের অনেক মিডিয়া বলছে ম্যাচের ২৪ ঘণ্টা আগে করোনা রিপোর্ট নেগেটিভ হলেই নাকি মাঠে নামতে পারবেন রোনাল্ডো। মূলত সেটা মাথায় রেখে বার্সেলোনার বিপক্ষে রোনাল্ডোর মাঠে নামার ব্যাপারে আশাবাদী মেসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct