আপনজন ডেস্ক: একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প ভারতের একান্ত বন্ধু। ভারত সফরে এসে ট্রাম্প সে কথা বারবারই ট্রাম্পের কথাতেই উঠে এসেছে। সেই ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে জো বা্ইডেনের সঙ্গে বিতর্কে ভারতকে নোংরা বলে অভিহিত করলেন। তবে শুধু ভারত নয়, ট্রাম্প ভারতের সঙ্গে একই সঙ্গে চিন ও রাশিয়াকেও নোংরা-দূষিত দেশ বলতে দ্বিধ করেননি।
বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে শেষ বিতর্কে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন তিনি। এ সময় ট্রাম্প এই তিন দেশ নিয়ে বিরূপ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘চিনের দিকে দেখুন, দেশটি খুবই নোংরা। ভারত ও রাশিয়ার দিকে দেখুন। সেখানকার বাতাস দূষিত। আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গেছি, কারণ এর নামে আমাদের হাজার হাজার কোটি ডলার নেয়া হচ্ছিল। বিনিময়ে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছিলে।
উল্লেখ্য, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নানা অজুহাত দেকিয়ে গত বছর আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি থেকে বের হয়ে আসে ট্রাম্প প্রশাসন। এর কারণ হিসেবে ট্রাম্প রাষ্ট্রসংঘকে জানান, তারা ওই চুক্তির জন্য হাজার হাজার কোম্পানির ক্ষতি করতে পারবে না। লাখ লাখ চাকরির সুযোগও নষ্ট করতে পারবে না। তেমন করলে খুবই অন্যায় হবে।
প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কে কোভিড মহামারি, জলবায়ু চুক্তি ও বর্ণবাদ নিয়ে কথা বলেন ট্রাম্প ও বাইডেন। করোনা ভাইরাসের শুরু থেকেই ট্রাম্প চিনকে আক্রমণ করে মন্তব্য করে আসছেন। তার দাবি, পৃথিবীব্যাপী করোনা মহামারি ছড়িয়ে দেয়ার জন্য চিনই দায়ী।
চিনের সঙ্গে ভারতকে প্রায় একই আসনে বসিয়ে ট্রাম্প প্রথম বিতর্কে বলেছিলেন, ভারতে যতজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেখানো হয়, তা তা আসল পরিসংখ্যান নাও হতে পারে। ট্রাম্পের শেষ বিতর্কেও তিনি ভারত প্রসঙ্গ টেনে এনে নোংরা ও দূষিত দেশ বললেন।
ট্রাম্পের এই মন্তব্যের পর কংগ্রেস নেতা কপিল সিবাল সোশ্যাল মিডিয়া মোদি সরকারকে নিশানা করে ট্যুইট করেন। তিনি লেখেন, ‘ট্রাম্প: বন্ধুত্বের ফল। ১. ভারতে কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন ২. বলেছেন, ভারত বাতাস দূষিত করছে। ভারতের বাতাস নোংরা। ৩. ভারতকে শুল্ক বসানোর রাজা বলেছেন। হাউড়ি মোদির ফল।’ তবে এখনও প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে নিয়ে কোনও মন্তব্য করেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct