আপনজন ডেস্ক : অনেকেই মাথার ত্বকে ব্রণ হওয়ার সমস্যায় ভোগেন। এতে অনেকের চুল পড়ে যাওয়াসহ মাথার ত্বকে চিরুনি ব্যবহারে বিপত্তি ঘটে। এর কারণ কী? জানা নেই অনেকেরই। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ই বা কী? আসলে মাথার ত্বকে ব্রণ হওয়ার অনেক কারণ আছে। মৃত কোষ, তৈলাক্ততা ইত্যাদি কারণে মাথার ত্বকে ব্রণ দেখা দিতে পারে। প্রাকৃতিক এসব কারণ ছাড়াও রাসায়নিক উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার মাথার ত্বকে ব্রণ সৃষ্টি করে। চুলের যত্নে নামিদামি প্রসাধনী ব্যবহার মাথার ত্বকের ক্ষতি করে এবং প্রদাহ সৃষ্টি করে। এছাড়াও মাথার ত্বক ঠিকভাবে পরিষ্কার না করলে ও ঘামের কারণে মাথার ত্বকে ব্রণ হতে পারে। এই ধরনের সমস্যায় ভুগে থাকলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সমস্যা সমাধান করা যায়। নারকেল তেল ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ যা ব্রণপ্রবণ মাথার ত্বকের খুব ভালো কাজ করে। মাথার ত্বক ও চুলে নারিকেল তেল ব্যবহার করে এক ঘণ্টা বা তার বেশি সময় অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুবার ব্যবহার করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct