আপনজন ডেস্ক: অবশেষে দীর্ঘ সাত মাস পরে সকলের প্রার্থনার জন্য খুলে দেওয়া হল মক্কা। প্রতিদিনের নামাজের জন্য খুলে দেওয়া হলো মূল মসজিদ। যদিও সেটা শুধু মাত্র দেশের মানুষদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিককে মক্কা এবং মদিনায় আসতে পারবেন বলে আরব প্রশাসনের তরফে জানানো হয়েছে। টানা সাত মাস বন্ধ ছিল মক্কার মূল মসজিদ। অক্টোবরের গোড়ায় মসজিদ খুললেও সকলকে সেখানে যেতে দেওয়া হচ্ছিল না। আরব প্রশাসন জানিয়েছে, সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিদিন নামাজ পড়া যাবে। তবে এক সঙ্গে অনেক মানুষ এখনো মসজিদে ঢুকতে পারবেন না। একই সঙ্গে মক্কা এবং মদিনা উমরাহের জন্যও খুলে দেওয়া হয়েছে গত ৬ অক্টোবর থেকে। নিয়ম করা হয়েছিল, এক দিনে ছয় হাজার মানুষ মসজিদে যেতে পারবেন। এবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে। আরব প্রশাসন জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিককেও মসজিদে আসার অনুমতি দেওয়া হবে। যে সমস্ত দেশে করোনার প্রকোপ কমেছে, সেই সমস্ত দেশের নাগরিকরাই অগ্রাধিকার পাবেন। করোনার প্রকোপ কমার কারণেই নতুন এই নিয়মগুলি চালু হচ্ছে বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct