আপনজন ডেস্ক: দেশজুড়ে করোনা টেস্ট ব্যাপক হারে করা হলেও অর্থনৈতিক কারণে অনেকে করোনা টেস্ট করাতে পারেন না। পলে সাধারণ মানুষ বুঝতে পারেন না, তারা করোনা আক্রান্ত কিনা। আর তা ছাড়া করোনা টেস্ট করার জন্য প্রচুর খরচ লাগায় অনেকেই করোনা টেস্ট করাতে চান না। সেই সমস্যার সমাধানে এগিয়ে এল বৃহন্মুম্বাই পুরসভা। ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের পুরসভা বা বিএমসি-এর উদ্যোগে এই প্রথমবার কণ্ঠস্বরের ভিত্তিতে করোনা পরীক্ষা হতে চলেছে। প্রায় এক হাজার মানুষের উপর পরীক্ষামূলকভাবে এই কণ্ঠস্বর ভিত্তিক করোনা পরীক্ষা করা হবে। এটি সফল হলে সাধারণ মানুষ সহজেই বুঝে যাবেন কার করোনা হয়েছে।
সূত্রে জানা গেছে, এটি হবে অ্যাপ ভিত্তিক। অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর চিনে বলা যাবে করোনা আক্রান্ত কিনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যাপ ভিত্তিক করোনা পরীক্ষা দেশে এই প্রথম। বিএমসি’র অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি জানান, ইসরাইল আর আমেরিকাতে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক ভাবে যাঁদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে তাঁদের আরটি-পিসিআর নমুনাও সংগ্রহ করা হবে। উভয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই কণ্ঠস্বর ভিত্তিক এআই প্রযুক্তি করোনা পরীক্ষার ক্ষেত্রে কতটা নির্ভুল, তা মূল্যায়ন করা হবে।
এ ব্যাপারে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,সফ্টওয়্যার ভিত্তিক এই পরীক্ষার ক্ষেত্রে কণ্ঠস্বর রেকর্ড হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ফলাফল জানা যাবে। ইসরাইল ও আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর অ্যাপ ভিত্তিক করোনা পরীক্ষায় প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল ভাবে ফলাফল জানাতে সক্ষম হয়েছে। আপাতত এই পরীক্ষা একেবারে বিনামূল্যেই করাবে বিএমসি। পরীক্ষার ফলাফল নির্ভুল হলে ভবিষ্যতে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে দেশের মধ্যে বৃহন্মুম্বাই পুরসভা এক অনন্য কৃতিত্বের অধিকারী হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct