আপনজন ডেস্ক: মার্কি যুক্তরাষ্ট্রের আলাস্কায় সোমবার ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূ-কম্পন হয়েছে। এই ভূকম্পনের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার বহু স্কুল খালি করে দেওয়া হয়। অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, কয়েকমাস আগেও এই এলাকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই সময় কম্পনের মাত্রা ছিল ৭.৮।
এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষক সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর প্রায় ২ টার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল স্যান্ড হিলের ৫৬ মাইল দক্ষিণপূর্বে এবং নোঙরের প্রায় ৬০০ মাইল দক্ষিণপশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ২৫ মাইল। ভয়াবহ ওই কম্পনের পর ওই অঞ্চলে আরও বেশ কয়েকটি মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। ইউএসজিএস বলছে, রিখটাল স্কেলে এসবের মাত্রা ছিল- ৫.৮, ৫.৭, ৫.২ ও ৫.৫।
মার্কিন মিডিয়া সূত্রে জানা গেছে, ভূমিকম্পের পর আলাস্কায় জরুরি সাইরেন সচল করা হয়। এছাড়া কোডিয়াক ইমার্জেন্সি অপারেন্স সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখে। এদিকে ভূমিকম্পের পর জোয়ারের আশঙ্কায় হোমার শহরের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানায় পুলিশ।
এদিকে লস অ্যাঞ্জেলস এবং সান ডিয়াগোয় ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পশ্চিম উপকূলে কোনও সুনামির হুমকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়েছে, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে সতর্কতা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct