আপনজন ডেস্ক: করোনা আক্রান্তদের জন্য তেমন কোনও ওষুধ এখনও আবিষ্কার না হলেও চিকিৎসকরা মূলত কোয়ারেন্টাইনের উপরই জোর দিয়ে চলেছেন। কিন্তু বিশ্বজুড়ে সেই কোয়ারেন্টাইন মানুষ ঠিকভাবে মেনে চলছে না। সেই কোয়ারেন্টাইনের ব্যর্থতার জন্যই করোনা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক ড. মাইকেল রায়ান জানিয়েছেন, সামর্থ্য থাকলে তিনি প্রতিটি নিশ্চিত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে সঠিক মেয়াদে কোয়ারেন্টাইনে রাখতেন।
ডব্লিউএইচও পরিচালক ড. মাইকেল রায়ান আরও বলেন, করোনা ভাইরাসের মহামারির শুরু থেকে এর বিস্তার রোধে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিন পর্যন্ত আলাদা রাখা বা কোয়ারেন্টাইনে পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে হু। ভাইরাসটির কার্যকর ও স্বীকৃত কোনও প্রতিষেধক এখনও পাওয়া না যাওয়ায় সংক্রমণ ঠেকাতে এই প্রক্রিয়ার ওপর জোর দিয়ে আসছে সংস্থাটি। তারপরও গত কয়েক দিন ধরে বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে।
রায়ান বলেন, ‘আমি বিশ্বাস করি না, কোনও জায়গাতেই পদ্ধতিগতভাবে সেটি (কোয়ারেন্টাইন করা) হয়েছে।’ আর সেটিই আক্রান্তের সংখ্যা বাড়তে দেখার কারণের গুরুত্বপূর্ণ অংশ বলেও মন্তব্য করেন তিনি।বায়ান আরও জানান, ইউরোপীয় অঞ্চলে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার ৪৮টি সদস্য দেশের মধ্যে অর্ধেকের বেশি দেশে গত এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৫০ শতাংশ। আর এই বৃদ্ধির সঙ্গে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার শনাক্ত করার কাজও শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct