আপনজন ডেস্ক: ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৮৭ জনের মৃত্যু হল। এ নিয়ে করোনায় সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ১,১৫,১৯৭ জন।
গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৯০ জন। ২৯ জুলাইয়ের পর সারা দেশে এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল।এখনও পর্যন্ত ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৭২০ জন। মোট সুস্থ ৬৭ লাখ ৩৩ হাজার ৩২৮ জন।মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য এই কথাই বলছে। দেশের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে ভারতের মহারাষ্ট্র। রাজ্যটিতে এখনও পর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ২৪০ জনের।
অন্ধ্রপ্রদেশ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৫০। এখনও পর্যন্ত ৬ হাজার ৪৫৩ জনের প্রাণহানি হয়েছে। কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭০ হাজার ৬০৪। তামিলনাড়ুতে ৬ লাখ ৯০ হাজার ৯৩৬ জন এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন।
কর্নাটকে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৪২ জনের। তামিলনাড়ুতে সংখ্যাটা ১০ হাজার ৬৯১।উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৬৫। মারা গেছেন ৬ হাজার ৬৮৫ জন কোভিড রোগী। কেরালায় এ পর্যন্ত ৩ লাখ ৪৬ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ১৮২ জনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct