আপনজন ডেস্ক: রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া সোমবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে। এছাড়া আরো কিছু কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা জানায়। ওই সাংবাদিক সম্মেলনে রিপাবলিকান পার্টির পক্ষে আরো জানানো হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে জোট নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে। আর ছোট ছোট পার্টির সাথে কথা হচ্ছে। তাদের জন্য বাকি আসন ছেড়ে দেওয়া হবে। এমনকি তাদের এই দাবি সম্বলিত প্রেস বিবৃতি বিভিন্ন সংবাদমাধ্যমে মেইল করে জানায়। সেই খবর প্রচারিত হওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া পীরজাদা আব্বাস সিদ্দিকীকে জড়িয়ে যে জোটের কথা বলেছে তা সঠিক নয় বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী।
তিনি বলেন, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মহাজোটের কথা ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা। সংবাদপত্রে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে বলেও দাবি করেন। সেই সঙ্গে বলেন, তিনি কোনো মহাজোট করেননি। এমনকি তিনি নিজে কোনও রাজনৈতিক দল ঘোষণা করেননি। শুধু তাই নয় পীরজাদা আব্বাস সিদ্দিকী আরও জানান, কোনো প্রার্থী দেওয়া তো দূরের কথা কোনরকম জোটের কথাও কোনও রাজনৈতিক দলের সাথে হয়নি।
উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রেস কনফারেন্সের বক্তব্য আপনজন পত্রিকা সই বিভিন্ন পোর্টালে প্রকাশিত হওয়ায় আব্বাস সিদ্দিকীকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তাই, রিপাবলিকান পার্টির বক্তব্যের বিরোধিতা করে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ফেসবুকে পোস্ট করা প্রেস রিলিজ তার ভক্তরা প্রচার করতে শুরু করেছেন।
তবে, যেভাবে রিপাবলিকান পার্টির সাংবাদিক সম্মেলন এমনকি তাদের দেওয়া প্রেস রিলিজের বক্তব্যকে সংবাদ মাধ্যম তুলে ধরায় পীরজাদা আব্বাস সিদ্দিকী 'মিথ্যা খবর' পরিবেশনের দায় সংবাদমাধ্যমের উপর চাপাচ্ছেন তাতে সাংবাদিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ, কোনো সংবাদ বিকৃত করলে তবেই তাকে মিথ্যা বা ফেক বলা হয়। কিন্তু সাংবাদমাধ্যম প্রেস বিবৃতি বা সাংবাদিক সম্মেলনের বক্তব্য যথাযথ তুলে ধরায় কি করে তাকে 'সম্পূর্ন মিথ্যা এবং এই ভূল খবর পরিবেশন' বললেন আব্বাস সিদ্দিকী তা অবাক করেছে। সংবাদমাধ্যমগুলির বক্তব্য, আগে রিপাবলিকান পার্টির প্রেস বিবৃতি সংগ্রহ করে দেখা উচিত ছিল। তার পর মন্তব্য করলেই যথার্থ হত। তাই রিপাবলিকান পার্টির বক্তব্যকে সংবাদমাধ্যমের ঘাড়ে চাপিয়ে সংবাদমাধ্যমকে হেয় প্রতিপন্ন করা দুর্ভাগ্যজনক বলে সাংবাদিক মহল মনে করছে।
উল্লেখ্য, সোমবার রাতে আব্বাস সিদ্দিকী তার ফেসবুক প্রোফাইলে 'প্রেস রিলিজ' পোস্ট করেন। তাতে তিনি লেখেন, 'তারিখে এক বিশেষ কারনে আপনাদের অবগত করার জন্য বলছি যে, আপনজন পত্রিকা সহ কয়েকটি ওয়েব পোর্টাল নিউজে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া নামক একটি রাজনৈতিক দলের সাংবাদিক সম্মেলনের খবর দেখলাম যে, খবরে বলা হয়েছে আমি নাকি উক্ত পার্টির সঙ্গে মহাজোট করেছি!
আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এখনো পর্যন্ত আমি কোন রাজনৈতিক দলের নাম ঘোষনা করিনি তাই প্রার্থী দেওয়া তো দূরের কথা কোনরকম জোটের কথাও কোন রাজনৈতিক দলের সাথে হয়নি।
রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মহাজোটের কথা ভিত্তিহীন এবং সম্পূর্ন মিথ্যা এবং এই ভূল খবর পরিবেশন করায় নিন্দা জানাই।
সর্বোশষে সকলকে বলবো আপনারা মিথ্যা ও ভিত্তিহীন খবরে কান দেবেন না।
আগামীতে আমি যাই করি- কার সাথে জোট করব বা একা ভোটে লড়ব সর্বোপ্রথম আমি আপনাদের জানাতে অঙ্গীকারবদ্ধ।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct