আপনজন ডেস্ক: সৌদি আরব মূলত সৌদি রাজার শাসনেই চলে। সেই রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ হল শুরা কাউন্সিল বা এক্সিকিউটিভ কমিটি। এই শুরা কাউন্সিলের পরামর্শ অনুযায়ী সৌদি আরব পরিচালিত হয়। সে দেশের পরিচালনা থেকে শুরু করে নীতি নির্ধারণের বিষয়ে সৌদি বাদশাহ শেষ কথা বললেও শুরা কাউন্সিল প্রধান কাজটি করে থাকে। সেই সূরা কাউন্সিলের পরিচালন কমিটিতে এবার রদবদল হল। শুধু শুরা কাউন্সিল নয়, রদবদ হয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্র জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট এবং সর্বোচ্চ ধর্মীয় সংস্থা পুনর্গঠনের জন্য একাধিক আদেশ জারি করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি গণমাধ্যমের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে, বাদশাহর আদেশেশুরা কাউন্সিলের জন্য একজন নতুন স্পিকার এবং দুজন ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে। ডেপুটি স্পিকারের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
উল্লেখ্য, সৌদি সরকারের নীতি নির্ধারণের ব্যাপারে বিশেষি ভূমিকা নেওয়া এ্ই শুরা কাউন্সিলের সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। তার আগেই শুরা কাউন্সিলে পরিবর্তনের নির্দেশ দিলে বাদশাহ। শুরা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োজিত করা হয়েছেপ্রবীণ আলেম গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখকে। তার নেতৃত্বেই শুরা কাউন্সিলের নব গঠিত কমিটি নির্বাচিত করা হবে। তিনি ২১জনকে নির্বাচিত করতে পারবেন।
নতুন শুরা কমিটি হবে ১৫০জন সদস্য বিশিষ্ট। আর এর মেয়াদ থাকবে চার বছর। নতুন শুরা কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড. মিশাল বিন ফাহম আল সালামি। আর ড. বান্নান বিনতে আবদুল রহিম বিন মুতলাক আল আহমদি হয়েছেন শুরা কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান্।
শুরা কাউন্সিলের সঙ্গে সঙ্গে সৌদি আরবের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধানকে বদলে দেওয়া হয়েছে। বাদশাহ সালমান সউদি আরবের সুপ্রিম কোর্টের প্রদান বিচারপতি হিসেবে নিয়োগপত্র দিয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল লুহাইদানকে। আর রাজতন্ত্রের আদালত বা রয়্যাল কোর্টের সিনিয়র উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন গাইহাব মুহাম্মদ আল-গাইহাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct