আপনজন ডেস্ক: এক মহিলা আধিকারিকের সঙ্গে করমর্দন না করায় মুসলিম চিকিৎসকের নাগরিকত্ব দিল না জার্মানি কর্তৃপক্ষ। জানা গেছে ৩৯ বছর বয়সি এক লেবানিজ নাগরিক সেখানে ডাক্তারি পড়া শেষ করে প্রায় ১৩ বছর জার্মানিতে বাস করছেন। তার মেডিক্যাল পড়া শেষ হওয়ার পর নিয়ম মেনে জার্মানির নাগরিকত্ব পেতে টেস্টের সম্মুখীন হতে হয়।
সেই টেস্টের পর এক মহিলা আধিকারিক যখন তার নাগরিকত্বের সপক্ষে সার্টিফিকেট তার হাতে তুলে দিতে গিয়ে হ্যান্ডশেক করতে গেলে তিনি অস্বীকার করেন। কারণ হিসেবে বলেন, তিনি কোনও মহিলার সঙ্গে তিনি হ্যান্ডশেক করবেন না। এটি ইসলাম বিরুদ্ধ। এই ঘটনার পর জার্মানি কর্তৃপক্ষ ওই মুসলিম চিকিৎসককে নাগরিকত্ব দিতে অস্বীকার করে। জার্মানির আদালত জার্মান সরকারের পক্ষে গিয়ে নাগরিকত্ব না দেওয়ার রায় দিয়েছে।
লেবানিজ ওই মুসলিম চিকিৎসক ২০২০ সালে প্রথম জার্মানিতে আসেন। সেখানে ডাক্তারি পড়ামোনা করার পর বছর দশের আগে এক সিরীয় মহিলাকে বিয়ে করেন। তারপর থেকে তিনি প্রতিজ্ঞা করেন কোনও দিন আর মহিলার সঙ্গে হাত মেলাবেন না। এরপর তিনি ২০১২ সালে নাগরিকত্বের জন্য আবেদন করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
জানা গেছে, মহিলা আধিকারিকের সঙ্গে করমর্দন না করার ঘটনাটি ঘটে ২০১৫ সালে। শুধু সে কারণেই ২০১৫ সালে তার আবেদন খারিজ হয়ে যায়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে লেবাননের ওই চিকিৎসক আদালতে যান। কিন্তু কেবল লৈঙ্গিক কারণে কারো সঙ্গে হাত মেলাতে না চাওয়াকে জার্মানির নীতি বিরুদ্ধ বলে জানান ম্যানহেমের এক আদালতের বিচারক।
ওই ব্যক্তি জার্মানিতে চিকিৎসাবিদ্যা পড়েছেন এবং একটি ক্লিনিকে কর্মরত আছেন। অন্য সব দিক থেকেই তিনি জার্মানিতে থাকার শর্ত পূরণ করেছেন। এমনকি জার্মানির সকল আইন-কানুনও মানতে চান। তবে কাগজপত্র সঠিকভাবে পূরণ করার প্রক্রিয়া শেষে মহিলা আধিকারিকের সঙ্গে ধর্মীয় কারণে করমর্দন করতে রাজি হননি।
ম্যানহেমের বিচারক বলেছেন, হ্যান্ডশেকের ঘটনা জার্মানির সংবিধানের সঙ্গে সামঞ্জস্য নয়। হাত মেলানোর একটি অর্থ রয়েছে, এটা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরের সঙ্গে হাত মেলানো সামাজিক, সাংস্কৃতিক এবং আইনি জীবনে গভীরভাবে তাৎপর্যপূর্ণ; যা আমাদের একসঙ্গে থাকার পথ তৈরি করে দেয়।তাই জার্মান সরকার যে নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পক্ষে সায় দেন তিনি। বাতিল করে দেন নাগরিকত্বের আবেদন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct