আপনজন ডেস্ক : ইঁদুর দৌড়ের জীবনে এখন কারোর হাতে বিশেষ সময় নেই। আর এতে এখনকার সময়ের সম্পর্কগুলিতে ফাঁক ফোকর সূষ্টি হয়ে যায়। এতে সম্পর্ক দীর্ঘ মেয়াদি হওয়ার সম্ভাবনা কমে যায়।পরিণতি হিসেবে সম্পর্কে ছেদ পড়ে। যদিও এই হাইটেক জমানায় চাইলেই যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখা যায়। তবে তার জন্য দরকার বেশকিছু স্বচ্ছ পরিকল্পনা।সময় পেলে সঙ্গীর একটু প্রশংসা করুন। তার মানে এই নয় যে আপনাদের দু'জনকে ভীষণ গুণী হতে হবে। নাচ, গান, বেহালা বাজানো বা ছবি আঁকা- এ সব না জানলেও চলবে। ঘনিষ্ঠতার প্রকৃত অর্থ হল আপনারা পরস্পরের কতটা মনের কাছে আছেন। কাছে না থেকেও বা পাশে না থেকেও যে একসঙ্গে থাকা যায়, সেটাই কিন্তু সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত করে। এজন্য যে স্থানে থাকুন না কেন সঙ্গীর নিয়মিত খোঁজখবর নিন। মনের কথা মনে চেপে রাখবেন না। চুপ থাকাটা কোনও সমাধান নয়। বরং মনের মধ্যে জমে থাকা কালো মেঘ সরিয়ে দিন আর মুখোমুখি কথা বলুন। দেখবেন ঝলমলে রোদ উঠেছে আপনাদের সম্পর্কে। আপনার আদর্শ আপনার চিন্তাধারা যার সঙ্গে খাপ খায় তার হাত ধরুন। প্রয়োজনে নমনীয় হতে শিখুন। দুজনের কাজ ভাগ করে নিন। টুকটাক কাজ একসঙ্গে করুন। কোনও এক সময় একটু-আধটু ঘর সাজালেন বা আপনি কাপড় কাচলেন আর আরেকজন মেলে দিলেন। দু'জনে মিলে রান্নাবান্না করা, বাগান করা আর তার সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকা খুনসুটি। এতে আপনার সম্পর্ক মজবুত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct