আপনজন ডেস্ক :উত্তেজনা বাড়াতে আর্মেনিয়ার সেনাবাহিনী এবার ইরানে রকেট হামলা চালাচ্ছে বলে দাবি করেছে আজারবাইজানের বিদেশ মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ইরানি ভাইদের জন্য আমাদের চিন্তা হচ্ছে, তাদের উপর আমাদের শত্রুদের চোরাগোপ্তা হামলায় আমরা ক্ষুব্ধ।
আর্মেনিয়ার এ ধরনের আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে ইরান বলেছে তারা আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা পক্ষে রয়েছে। আজেরি বিদেশ মন্ত্রণালয় জানায়, আমাদের প্রতি ইরানি ভাইদের সমর্থন এবং ইরান সরকারের আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেওয়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এতে উভয় দেশের বহু সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল অফিস বলেছে, নতুন করে আর্মেনিয়ান হামলায় কমপক্ষে ৪৭ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে ও ২২২ জন আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct