আপনজন ডেস্ক :এবার থেকে এসবিআই ব্যাঙ্কের শাখায় যাওয়ার তো দরকারই নেই। আপনাকে এটিএম-এও যেতে হবে না টাকা তোলার জন্য। চাইলে গ্রাহকের বাড়িতে টাকা পৌঁছে দিয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআই-এর ‘ডোরস্টেপ ব্যাঙ্কিং' পরিষেবায় ঘরে বসেই আরও অনেক সুবিধা পেতে পারেন গ্রাহক। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কাজও করা যাবে বাড়ি থেকে এক পা বার না হয়ে। এদিন এসবিআই টুইট করে গ্রাহকদের বলেছে, 'ব্যাঙ্ক যখন আপনার বাড়িতে যেতে তৈরি তখন আপনি কেন ব্যাঙ্কে আসবেন? ডোরস্টেপ পিক-আপ পরিষেবায় ব্যাঙ্ক আপনার বাড়ি থেকে চেক, চেক বইয়ের রিকুইজিশন স্লিপ, লাইফ সার্টিফিকেট সংগ্রহ করবে। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সুযোগও পাওয়া যাবে। এই পরিষেবায় দিনে একবার টাকা জমা দেওয়া যাবে। সর্বনিম্ম ১ হাজার টাকা ও সর্বোচ্চ ২০ হাজার টাকা। এছাড়া ডোরস্টেপ ডেলিভারিতে টার্ম ডিপোজিটের স্লিপ, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফর্ম ১৬ সার্টিফিকেট বাড়িতে পৌঁছে দেবে ব্যাঙ্ক। নগদ টাকাও দিয়ে যাবে। এই পরিষেবায় দিনে একবার টাকা তোলা যাবে। সর্বনিম্ম ১ হাজার টাকা ও সর্বোচ্চ ২০ হাজার টাকা। এক্ষেত্রে খরচ প্রযোজ্য থাকবে। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ৭৫ টাকা ও জিএসটি। টাকা তোলার ক্ষেত্রে ৭৫ টাকা ও জিএসটি। চেক সংগ্রহের ক্ষেত্রে ৭৫ টাকা ও জিএসটি। চেক বইয়ের রিকুইজিশন সংগ্রহের ক্ষেত্রে ৭৫ টাকা ও জিএসটি। ডোরস্টেপ পরিষেবা পেতে এসবিআই গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল থেকে টোল ফ্রি ১৮০০১১১১০৩ নম্বরে যে কোনও কাজের দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে ফোন করতে হবে। এর পরে যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের জন্য পরিষেবা চাই তার শেষ চারটি সংখ্যা জানাতে হবে। এর পরে ঠিকানা-সহ আরও কিছু ভেরিফিকেশন। জানাতে হবে কোন সময়টায় ডোরস্টেপ পরিষেবা নিতে চান গ্রাহক। আবেদন সম্পূর্ণ হলে গ্রাহক একটি এসএমএস পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct