আপনজন ডেস্ক :আইপিএল ২০২০ তে এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় মু্ম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মু্ম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় আগে ব্যাট করে রানের পাহাড় খাড়া করতে চেয়েছিলেন মু্ম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।
টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ রানের মাথায় ৩ উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। ৮ বলে ৯ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন রোহিত। এরপর সুর্যকুমার শূন্য রানে আউট হন। এবং ইশান কিশান ৭ বলে ৭ রান করে আউট হন।
এরপর মুম্বাইয়ে হয়ে ম্যাচের হাল ধরেন ডি কক ও কুণাল পান্ডিয়া। ৪৩ বলে ৫৩ রান করেন কুইন্টন ডি কক। তিন টি চার ও সঙ্গে ৩টি ছক্কা হাঁকান ডি কক। কুণাল পান্ডিয়া ৩০ বলে ৩৪ রান করেন।
শেষ দিকে ঝড়ের গতীত কাইরন পোলার্ড। ১২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। এক টি চার ও চার টি ছক্কার হাঁকান পোলার্ড। এবং নাথান কুল্টার-নাইল ১২ বল খেলে করেন ২৪ রান করে অপরাজিত থাকেন ।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন টি মোহাম্মদ শামি এবং আর্শদিপ সিং এবং একটি করে উইকেট নেন ক্রিস জর্ডান এবং রবি বিষ্ণোই।
১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাবও ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বসে ফলে ম্যাচ গড়াই সুপার ওভারে । পাঞ্জাবের হয়ে সসর্বোচ্চ করেন অধিনায়ক রাহুল ৫১ বলে ৭৭। ৭ টি চার ও তিন টি ছক্কা হাঁকান রাহুল। এছাড়া ক্রিস গেইল ২১ বলে ২৪ ও নিকোলাস পুরান ১২ বলে ২৪, দীপক হুড্ডা ১৬ বলে ২৩ রান করেন।
মু্ম্বইের হয়ে তিন টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং দুটি উইকেট নেন রাহুল চাহার।
প্রথমে নির্ধারিত কুড়ি ওভারে দু’দলের রান সমান সমান হওয়ার কারনে ম্যাচ সুপার ওভারে গড়ায়। নিয়ম অনুযায়ী পাঞ্জাব সুপার ওভারে আগে ব্যাট করার সুযোগ পায়। বুমরাহার দুরন্ত বোলিংয়ে সুবাদে পাঞ্জবা সুপার ওভারে মাত্র ৫ রান করতে পারে এবং মুম্বাইয়ে সামনে সুপারে ওভারে ছয় রানের টার্গেট রাখে পাঞ্জাব। জসপ্রীত বুমরাহ মতোই পাঞ্জাবের হয়ে দুরন্ত বোলিং করেন মহম্মদ শামি,ফলস্বরূপ সুপার ওভারে ম্যাচ আবার ড্র হয় এবং ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। নিয়মানুযায়ী, এবারে আবার আগের সুপার ওভারে ব্যাটিং–বোলিংয়ে অংশ নেওয়া দু’দলের খেলোয়াড়রা দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং–বোলিং করতে পারবেন না। দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বই করে ১২ রান। জবাবে গেইল–আগরওয়াল জুটি সহজেই সেই রান তুলে দেয়।
এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাঞ্জাবে অধিনায়ক কে এল রাহুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct