আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ অব্যাহত থাকায় এবার ভার্চুয়ালি হচ্ছে পাকিস্তানের অন্যতম বড় এই সাহিত্য উৎসব ‘লাহোর লিটেরেচার ফেস্টিভ্যাল’। তাতে রোববার ভার্চুয়ালি অংশ নেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই সাহিত্য সভায় শমী থারুর তার বক্তব্যে রাহুল গান্ধি থেকে শুরু করে ট্রাম্প, এমনকী তবলিগি জামাতের প্রসঙ্গ টেনে আনেন। করোনা পরিস্থিতিতে ভারতে মহামারীর থেকেও বেশি লড়তে হচ্ছে মুসলিম বিদ্বেষ আর কুসংস্কারের বিরুদ্ধেবলেও মন্তব্য করেন। এই খবর ইংরেজি টিভি নিউজ চ্যানেল ‘টাইমস নাউ’ ফলাও করে প্রচার করেছে।
করোনা পরিস্থিতি সম্পর্কে শশী থারুর বলেন, ‘ভারত সরকার এখনো এর গুরুত্বটা বুঝল না। রাহুল গান্ধী সেই ফেব্রুয়ারিতেই সতর্ক করেছিলেন, এই মহামারীর জন্য প্রস্তুত না হলে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। রাহুলের এ জন্য প্রশংসা প্রাপ্য।’
এ সময় তিনি বলেন, ‘এই মহামারীর কারণে আমাদের দেশে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। কুসংস্কার সৃষ্টি হচ্ছে। আমাদের এসবের বিরুদ্ধে লড়তে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তাবলিগ জামাতের সমাবেশকে দেশের দুর্দশার একমাত্র কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। অথচ, ট্রাম্পের অনুষ্ঠান নিয়ে সেভাবে কিছুই বলা হয়নি। আসলে এই মহামারীতে দেশে মুসলিম বিদ্বেষ আরও বাড়ছে।’
লাহোর সাহিত্য উৎসবের সেই মঞ্চে অংশ নিয়ে কংগ্রেস সাংসদের বক্তব্যেরতীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের এক মুখপাত্র বলেছেন, কংগ্রেসের পাকিস্তান প্রেম কারও অজানা নয়। বিদেশের মাটিতে দেশকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বদনাম করাটাই তাদের একমাত্র কাজ।বিজেপি বলেছে, পাকিস্তানের স্টেজে গিয়ে শশী থারুর ভারতের ‘অপমানজনক’ মন্তব্য করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct