আপনজন ডেস্ক: করোনার ত্রাসে গোটা দেশ, তবে ফেব্রুয়ারিতেই নাকি বিদায় নিচ্ছে করোনা ভাইরাস! করোনা সংক্রমণের হারও সর্বোচ্চ কমেছে। এভাবেই চলতে থাকলে নাকি ফেব্রুয়ারির মধ্যেই বিদায় নেবে করোনা। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং আইআইটির সদস্যদের নিয়ে তৈরি একটি কমিটি।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আট মাস পেরিয়ে গিয়েছে, সাথেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১ লক্ষ ১৪ হাজার ৩১ জনের মৃ্ত্যু হয়েছে, তবে এখনও পর্যন্ত মেলেনি কোনও ভ্যাকসিন।
বর্তমানে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং আইআইটির সদস্যদের নিয়ে তৈরি কমিটির দাবি, "দেশে মোট আক্রান্তের সংখ্যা শেষমেষ ১ কোটি ছাড়িয়ে যাবে। সামনের বছরে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আক্রান্ত হবেন ১কোটি পাঁচ লক্ষ। কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে করোনা রোগীর সংখ্যা আর তেমন থাকবে না।"তবে আশঙ্কা শুধু বড় জামায়েতের। এর মাঝেই অত্যাধিক ভিড় বাড়লেই উল্টে করোনা পরিস্থিতির গ্রাফ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct