আপনজন ডেস্ক: মোবাইল জগতে দেশে বিপ্লব এনেছিল মুকেশ আম্বানির জিও। দ্রুত গতির ৪জি ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখন দেশের ঘরে ঘরে মোবাইল। ফোর জি-র জমানা শেষ হয়ে বিশ্বের বহু দেশে ৫জি ইন্টারনেট চালু হয়েছে। তার ফলে মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে ডাউনলোড।
এবার ফের ভারত জুড়ে ৫জি নেটওয়ার্ক চালু করতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি জিও। শুধু ৫জি নেটওয়ার্ক চালু করারই নয়, মাত্র আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে ৫জি ইন্টারনেট সংযোগ সহ স্মার্ট ফোনও বাজারে নিয়ে আসছে। জিও কোম্পানি সূত্রে এ খবর জানা গেছে।
উল্লেখ্য, এখন যে ৫জি স্মার্ট ফোন বাজারে পাওয়া যাচ্ছে তার দাম প্রায় ২৭ হাজার টাকা। সেই তুলনায় জিও ৫জি স্মার্ট ফোন আড়াই-তিন হাজার টাকায় দিলে বড় ধামাকা হবে। তার ফলে একচ্ছত্র বাজার ধরতে জিও-র কোনও অসুবিধা হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এভাবে বাজার ধরারা কৌশল এই প্রথম নয়। এর আগে ৪জি চালুর সময় জিও বিনামূল্যে ৪জি ফোন দিয়েছিল। যদিও ফেরতযোগ্য মাত্র দেড় হাজার টাকা জিও ফোনের জন্য দিতে হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct