আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরস, বলরামপুর ও অন্যত্র দলিত মেয়েরা ধর্ষণ ও অত্যাচারের শিকার হতে থাকায় তার প্রতিবাদে এবার গর্জে উঠল বাল্মীকি সম্প্রদায়ের মানুষ। যোগী আদিত্যনাথের সরকারের আমলে দলিতদের উপর নানা ধরনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রায় ২৩৬ জন বাল্মীকি সম্প্রদায়ের মানুষ হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন।
হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণের এই ঘটনাটি ঘটেছে গত বুধবার। ভারতীয় সংবিধান রচয়িতা ড. বি আর আম্বেদকরের বংশধর ও বুদ্ধিষ্ট সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাজরত্ন আম্বেদকরের উপস্থিতিতে গাজিয়াবাদের কারহেরা গ্রামে ধর্মান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বুধবার ছিল ১৪ অক্টোবর। এই দিনটি বেছে নেওয়ার কারণ হল ১৯৫৬ সালের ১৪ অক্টোবর বাবা সাহেব আম্বেদকর গণ সমাবেশ করে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আয়োজন করেছিলেন। তারই স্মরণে এই দিনটিকে বাছা হয়।
এ ব্যাপারে বাল্মীকি সম্প্রদায়ের শশীকান্ত যাদব বলেন, উচ্চ বর্ণের মানুষজন অমানবিক ব্যবহার করায় মনে হয়েছে দলিতা দেশের সমাজের সমান নাগরিক নয়। হাথরসের ঘটনা ও অন্যত্র দলিতদের উপর ঘটনা তারই প্রমাণ। এভাবে দীর্ধনি সহ্য করা যায় না বলেই বৌদ্ধ ধর্ম গ্রহণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct