আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। করোনা ভাইরাস মোকাবেলায় সফলতার জন্য জনগণ তাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই ভোট মূলত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।
নির্বাচনের ফল ঘোষণার পর অকল্যান্ডের নিজ বাড়ির বাইরে বেরিয়ে আসেন জাসিন্ডা। সমবেত সমর্থকদের উদ্দেশে হাত নাড়ানোর পাশাপাশি অনেককে জড়িয়ে ধরেন তিনি। অপরদিকে বিরোধী দল ন্যাশনাল পার্টি পরাজয় স্বীকার করেছে। পার্টির নেতা জুডিথ কলিন্স বলেন, প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। কারণ আমার বিশ্বাস এটা লেবার পার্টির অসামান্য ফল।
আপনজন ডেস্ক: প্রত্যাশিতভাবেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন আজ শনিবার অনুষ্ঠিত সে দেশের নির্বাচনে ফের বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সম্ভবত কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশটিতে একক-দলীয় সরকার গঠন হতে যাচ্ছে। বিরোধীরা স্বীকার করে নিয়েছে যে, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের দল জিতেছে। বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্সও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নকে ফোনে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই ভোট মূলত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।
নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৪৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে লেবার পার্টি। অর্থাৎ দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয় পেয়েছে। ১৯৯৬ সালে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা গ্রহণের পর নিউজিল্যান্ডে এই প্রথম কোনো দল এত বেশি আসনে জয়ী হতে যাচ্ছে। ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভাষ্যকার ব্রিইস এডওয়ার্ডস বলেন, এটা একটি ঐতিহাসিক পালাবদল। এর মধ্য দিয়ে নতুন কোনো ভিত্তি তৈরি হয়েছে।
নির্বাচনের ফল ঘোষণার পর অকল্যান্ডের নিজ বাড়ির বাইরে বেরিয়ে আসেন জাসিন্ডা। সমবেত সমর্থকদের উদ্দেশে হাত নাড়ানোর পাশাপাশি অনেককে জড়িয়ে ধরেন তিনি। নিউজিল্যান্ডের বিরোধী ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স সমর্থকদের বলেন, লেবার পার্টি নির্বাচনে ‘অসাধারণ ফলাফল অর্জন করেছে এবং প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নকে টেলিফোনে অভিনন্দন জানান তিনি। তিনি আরও বলেন যে, জাসিন্ডা আর্ডার্ন প্রতিশ্রুতি দিয়েছেন যে, ন্যাশনাল পার্টি শক্তিশালী বিরোধী হবে, আমরা সরকারের ব্যর্থ প্রতিশ্রুতির জন্য দায়বদ্ধ থাকব।
এদিকে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় তার দারুণ সফলতার জন্যই জনগণ ফের জাসিন্ডাকে প্রধানমন্ত্রী হিসেবে বিছে নিয়েছেন বলে বিশ্লেষকরা দাবি করছেন। এর মধ্য দিয়ে তার সংস্কার এজেন্ডা বাস্তবায়নের সুযোগ পেয়ে গেলেন তিনি। এর আগে ৩ অক্টোবর থেকে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছিল। সেখানেও ১০ লাখের বেশি মানুষ তাদের রায় জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct