আপনজন ডেস্ক: শুক্রবার প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট ২০২০’-এর ফল। ব্যাঙ্গালুরুর ড. মুমতাজ আহমেদ খান-এর আল-আমীন এডুকেশনাল সোসাইটি পরিচালিতকলকাতার পার্ক সার্কাস-এর আল-আমীন কোয়েস্ট অ্যাকাডেমি থেকে এবার ১৯ জন ৫০০০০ সর্বভারতীয় র্যাঙ্কের মধ্যে আছেন, ১৬০ জন ছাত্রছাত্রী এর মধ্যে সকলেই নিট কোয়ালিফাই করেছে I
গ্রাম থেকে উঠে আসা এক ছাত্র আল আমীন কোয়েস্ট অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে নিট-এ ৬৩৯ নম্বর পেয়েছেন আল আমীন হোসেন। তার সর্বভারতীয় র্যাঙ্ক হয়েছে ৬১২৭। ভাল বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে নিজের গ্রামের মানুষের সেবায় যাতে লাগতে পারেন সেই ইচ্ছাও রয়েছে তার।
আল-আমীন হোসেনের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘী থানা এলাকার চণ্ডীগ্রামে। কৃষক পরিবারের সন্তান আল আমীনের বাবা আনোয়ার হোসেনের স্বপ্ন ছিল এক ছেলে যেন ডাক্তার হয়। কারণ, প্রত্যন্ত এই গ্রামে চিকিৎসা সমস্যা প্রকট। তার উপর ওই এলাকার মানুষজন মূলত চাষবাসের উপর নির্ভর। আল আমীন হোসেনের বড় ভাই আবু জার হোসেন অঙ্কে এমএসসি করলেও এখনও সরকারি চাকরি পাননি। তাই, তার বাবার আশা ছিল ছোট ছেলে আল আমীন হোসেন যেন ডাক্তার হয়। কিন্তু তার বাবা আল আমীন হোসেনের ডাক্তারি পড়া আর দেখে যেতে পারলেন না। কারণ, গতবছরই তিনি পরলোকগমন করেছেন।
উচ্চ মাধ্যমিকের পর নিট-এর সুযোগ না পাওয়ায় নতুন করে নিজেকে তৈরি করতে ভর্তি হন পার্ক সার্কাসের আল আমীন কোয়েস্ট অ্যাকাডেমিতে। আর প্রথম বছরে প্রশিক্ষণ পেয়েই আল আমীন হোসেন বাজিমাত করে দিয়েছেন। ৬৩৯ নম্বর পেয়েছে কোয়েস্ট অ্যাকাডেমির মুখ উজ্জ্বল করেছেন।
সাফল্যে বিষয়ে আল আমীন হোসেন বলেন, বাবা আনোয়ার হোসেন মারা যাওয়ার পর তাকে প্রেরণা জুগিয়েছেন মা হাসিনা বিবি। সঙ্গে বড় ভাই আবু জারও। সেই প্রেরণা পেয়ে আর আল আমীন কোয়েস্ট অ্যাকাডেমির কর্ণধার ও বিশিষ্ট বায়োলজির শিক্ষক ইনজামাম হোক মিদ্যার বিশেষ তত্ত্বাবধানে এই সাফল্য এসেছে। তাকে যথাযথ সহায়তা দিয়েছেন আল কোয়েস্ট অ্যাকাডেমির অপর দুই কর্ণধার আসিফ নিসার ও তানভির খান।
এ ব্যাপারে আল আমীন কোয়েস্ট অ্যাকাডেমির কর্ণধার ইনজামূল হক মিদ্যা বলেন, গ্রামের ছেলে আল আমীন হোসেন। কৃষক পরিবারের সন্তানের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকি। তারই ফল এই উজ্জ্বল সাফল্য আল আমীন হোসেনের।
মিদ্যা আরও বলেন, গরিব মেধাবী ছাত্রদের সহায়তা দিয়ে ডাক্তার গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই কাজই করে চলেছে আল আমীন কোয়েস্ট অ্যাকাডেমি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct