আপনজন ডেস্ক: মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ার বার্তা দেওয়া হল। হাওড়া জেলার নিমদিঘীতে শুক্রবার বিল্লাল বিন রাব্বাহ মসজিদের নাম ফলক উন্মোচিত করে একটি মসজিদের দ্বারউদ্ঘাটন করেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাশেমী সাহেব। জুম্মার নামাজে তিনি ইমামতি করেন। খুতবা দানকালে তিনি বলেন, মসজিদ শুধু নামাজের জন্য নয়। এখানে যেমন তালিম তরবিয়ত দেয়া হবে তেমনি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষিয়েও আলোচনা হবে। সুন্দর সমাজ গড়ার বার্তা দিতে হবে। যেমনটাই নবী হযরত মুহাম্মদ সা. করেছেন।
উদ্বোধনী বক্তব্যে জুলফিকার আলি মোল্লা এই মসজিদের গুরুত্ব তুলে ধরে বলেন, নিমদিঘীতে চারটি আরও মসজিদ আছে। কিন্তু সেগুলোর কোনটিতে মহিলাদের নামাজের কোন ব্যবস্হাপনা নেই। তাই এখানে নারী, পুরুষ উভয়েরই নামাজের পৃথক ভাবে ব্যবস্থা করা হয়েছে।
মৌলানা আব্দুর রফিক বলেন, এটা শুধু নামাজ পড়ার জন্য নয়, এখানে বিভিন্ন প্রকার সামাজিক কাজের আঞ্জাম দেয়া হবে। আর কোনও মসজিদ কোনও দলের হয় না। মসজিদ যখন কোন দলের হয়ে যায় তখন সে মসজিদ আল্লাহর থাকে না।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও যারা বক্তব্য পেশ করেন তারা হলেন উলুবেড়িয়া(উ:) কেন্দ্রর বিধায়ক ইদ্রিস আলি, রহমত আলি খাঁন, জেলা নাজিম নূর আহম্মদ মোল্লা।উপস্থিত ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি যুবায়ের রহমান (কেরালা), আব্দুর রহমান (কেরালা), দারুল কাজা পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা তাহেরুল হক, সাদাম মাসুম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct