আপনজন ডেস্ক: মগরাহাট দু নম্বর ব্লকের চাকদা হাটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে দুশোর বেশি গ্রাহকের সঙ্গে জালিয়াতির অভিযোগে গ্রাহকরা বিক্ষোভ দেখাল শুক্রবার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপশাখা হিসেবে কিয়স্ক চলছিল নৈনান গ্রাম পঞ্চায়েত এলাকার দোডালিয়া গ্রামে। তার দায়িত্বে ছিলেন বিভাস প্রামানিক নামে এক ব্যক্তি। এই উত্তশাখায় দোডালিয়া, বলবলিয়া, আট পরুই মাঝেরহাট সহ কয়েকটি গ্রামের ২০০জনেরও বেশি আমানতকারীর কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ। তারপর থেকে উপশাখাটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর বিভাস প্রামানিক নিরুদ্দেশ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক,কৃষক সাধারণ মানুষ দিশেহারা। তারা বহুবার চাকদা হাট ব্যাঙ্ক ম্যানেজার সমীর মন্ডলকে জানিয়ে কোনো সুরাহা হয়নি এমনকি প্রশাসনও আশ্বাস দেন এ বিষয়ে। তাতেও কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার দুপুর ১২ টা নাগাদ চাকদা হাট মেইন শাখায় সামনে বিক্ষোভ করেন। ম্যানেজারের রুম লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। সম্পূর্ণভাবে তারা ব্যাঙ্ক ম্যানেজার অর্থাৎ সমীর মন্ডল কে দায়ী করছেন দীর্ঘ ১৪টা মাস তিনি আশ্বাস দিয়ে আসছেন অথচ সাধারণ মানুষের প্রতি কুরুচিকর ব্যবহার করে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ আমানতকারীদের।
যদিও শেষ পর্যন্ত আশ্বাস দেন এই মাসের মধ্যে আমানতকারীদের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct